'ভারতের প্রতিটি নাগরিক নেতাজির কাছে ঋণী', বললেন মোদী।
- Home
- West Bengal
- West Bengal News
- Victoria Memorial Live- জয়শ্রীরাম ধ্বনি, প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ উগরে বক্তব্য বয়কট মমতার
Victoria Memorial Live- জয়শ্রীরাম ধ্বনি, প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ উগরে বক্তব্য বয়কট মমতার

শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল গত মার্চের শেষে। বাংলায় ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। দীর্ঘ ১০ মাস পর শনিবার আবার একমঞ্চে দেখা যাবে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বিকেলে ভিক্টোরিয়ায় মেমোরিয়াল হলে তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রীরও। থাকবেন বিতর্কিত রাজ্যপাল জগদীপ ধনখরও। একুশের নির্বাচনের আগে নেতাজির উত্তরাধিকারও এখন রাজনৈতিক সুবিধা পাওয়ার বিষয়। তাই, ভিক্টোরিয়ার মঞ্চকে মোদী-মমতা, কে কতটা কাজে লগাতে পারলেন, সেই দিকেই নজর থাকবে সকলের। তবে প্রতিযোগিতাটা শুধু বিকেলে ভিক্টোরিয়ায় ন, একেবারে সাত-সকালে পাড়ায় পাড়ায় নেতাজির জন্মদিবস পালন-এর মধ্য দিয়েই শুরু হয়ে গিয়েছে। এই খবর এবং নির্বাচন সংক্রান্ত সকল খবররে সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন এইখানে -
'ভারতের প্রতিটি নাগরিক নেতাজির কাছে ঋণী'
সোনার বাংলার পক্ষে সওয়াল মোদীর
দারীদ্র, শিক্ষার জন্য লড়াই করেছেন নেতাজী। সোনার বাংলা নির্মাণে নেতাজীর ভূমিকা রয়েছে। আত্মনীর্ভর ভারতে সোনার বাংলা গড়তে হবে।
সঙ্গে ভগবত গীতা রাখতেন নেতাজীঃ মোদী
নিজের লক্ষের জন্য সবসময় চেষ্টা করা উচিত। নেতাজীর এই কথা আমাকে অনুপ্রাণিত করে।
এতবড় মহামারি কীভাবে রুখল ভারতঃ মোদী
এতবড় মহামারি কীভাবে রুখল ভারত। রাফায়েলের মত আধুনিক যুদ্ধবিমান রয়েছে। আজ যদি নেতাজী দেখতে পেতেন।
দেশীয় প্রযুক্তি দেশের বদলাব হবেঃ মোদী
দেশীয় প্রযুক্তি দেশের বদলাব হবে। দেশের আধুনিক প্রযুক্তি অনেক এগিয়ে। আজ যদি নেতাজী দেখতে পেতেন। কত ভাল হত।
দেশের মানুষকে বেঁধে রাখতে পারবে নাঃ মোদী
আত্মনীর্ভর ভারত প্রকল্প দেশকে শক্তিশালী করতে হবে। দেশের বড় সমস্যা গরিবি। এই সমস্যা সমাধানের জন্য সমাজকে একজোট হতে হবে।
আত্মনীর্ভর ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী
আত্মনীর্ভর ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নেতাজীর মত আমাদের একই লক্ষ্য, নিজের পরিশ্রমে দেশকে আত্মনির্ভর বানাতে হবে।
নেতাজীর ঋণ শোধ করব কীভাবেঃ মোদী
কাদের জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাবুলের রাস্তায় রাস্তায় ঘুরেছেন। শুধু আমাদের জন্য।
নেতাজীর চরনে মাথা নত করছিঃ মোদী
আন্দামান দুটম দ্বীপের নাম সুভাষ চন্দ্র বোস রাখা হয়েছে। নেতাজীর চরনে মাথা নত করছি।
পরাক্রম ও প্রেরণার প্রতিক নেতাজীঃ মোদী
এই পূণ্যভূমি সবাইকে দেশপ্রেম শিখিয়েছি। পরাক্রম ও প্রেরণার প্রতিক নেতাজী।
নেতাজী বলেছিলেন স্বাধীনতা চাইব নাঃ মোদী
মহিলাদের সামাজিক উন্নয়নের কথা যখন অন্যরা ভাবছে। তখন ঝাঁসির রানি রেজিমেন্ট গড়েছিলেন নেতাজী।
নেতাজি ভারতীয় পরাক্রমের প্রতিমূর্তিঃ মোদী
নেতাজি ভারতীয় পরাক্রমের প্রতিমূর্তি। প্রতিবছর ২৩ জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে।
হাওড়া-কালকা মেল ট্রেনের নাম নেতাজি এক্সপ্রেসঃ মোদী
নেতাজীর ১২৫তম জন্মদিনে ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। হাওড়া-কালকা মেল ট্রেনের নাম নেতাজি এক্সপ্রেস করা হয়েছে।
নেতাজীকে শতকোটি প্রণামঃ মোদী
কলকাতায় আসা আমার কাছে ভাবুক করার বিষয়। স্বাধীন ভারতের স্বপ্নকে নতুন দিশা দেন নেতাজি।
ভাষণ বয়কট মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে উঠতেই জয় শ্রীরাম ধ্বনি। ক্ষুব্ধ মমতা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে উদ্দেশ্য করে জানান, এটা কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান, এটা কোনও রাজনৈতিক জনসভা নয়, আর একজনকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা যায় না, তাই প্রতিবাদ জানিয়ে তিনি ভাষণ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন, জয় হিন্দ বলে আসনে ফিরে যান মমতা।
'একলা চলোরে' গাইলেন উষা
'একলা চলোরে' ভিক্টোরিয়ায় গানে ভাসালেন উষা উথ্থুপ।
মোদীর উপস্থিতিতে সঙ্গীত- অনুষ্ঠান শুরু ভিক্টোরিয়ায়
'কদম কদম বাড়ায়ে যা' , 'সুভাষজি' মোদীর উপস্থিতিতে সঙ্গীত অনুষ্ঠান শুরু ভিক্টোরিয়ায়
ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সরাসরি লাইভ
ভিক্টোরিয়ায় মমতা-রাজ্যপাল
ভিক্টোরিয়ায় পৌছে গিয়েছেন মমতা-রাজ্যপাল
ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।