সংক্ষিপ্ত

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল

গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন অনেকে

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের আসনে কারা হলেন প্রার্থী

কাদের উপর ভরসা করলেন মমতা

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ২০১৬-র প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ১৬০ জন। এর মধ্যে আছেন তৃণমূল থেকে বিজেপি  তে যোগ দেওয়া বিধায়করাও। সেইসব আসনে এবার কাদের প্রার্থী করল তৃণমূল?

     দলবদলু বিধায়ক - কেন্দ্র - এবারের তৃণমূল প্রার্থী

১. দীপক হালদার - ডায়মণ্ড হারবার - পান্নালাল হালদার

২. শুভেন্দু অধিকারী - তমলুক - ডা. সৌমেন কুমার মহাপাত্র

৩. বনশ্রী মাইটি - কাঁথি উত্তর - তরুণকুমার জানা

৪. বিশ্বজিৎ কুন্ডু - কালনা  - দেবপ্রসাদ বাগ

৫. শিল্পভদ্র দত্ত - ব্যারাকপুর  - রাজ চক্রবর্তী

৬. দীপালি বিশ্বাস - গাজোল - বাসন্তী বর্মণ

৭. শুক্রা মুন্ডা - নাগরাকাটা - জোসেফ মুণ্ডা

৮. জিতেন্দ্র তিওয়ারি - পান্ডেশ্বর - নরেন্দ্রনাথ চক্রবর্তী

৯. রাজীব ব্যানার্জি - ডোমজুর  - কল্যাণেন্দু ঘোষ

১০. বৈশালী ডালমিয়া - বালি - ডা. রত্না চট্টোপাধ্যায়

১১. প্রবীর ঘোসাল - উত্তরপাড়া - কাঞ্চন মল্লিক

১২. শুভ্রাংশু রায় - বিজপুর - সুবোধ অধিকারী

১৩. অরিন্দম ভট্টাচার্য - শান্তিপুর - অজয় দে