সংক্ষিপ্ত

  • ডায়মন্ডহারবার পুলিশের ফের বড় সাফল্য 
  • নকল সিমেন্ট-পুট্টি তৈরির কারখানার হদিশ 
  •  অভিযোগ পেতেই, অভিযান চালায় পুলিশ 
  • হাতেনাতে গ্রেফতার মোট ৯ জন অপরাধী 

ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের আবারও বড় সাফল্য। মহেশতলায় পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করার কারখানার হদিশ। অভিযোগ পেতেই, অভিযান চালায় পুলিশ। হাতেনাতে গ্রেফতার মোট ৯ জন অপরাধী।

আরও পড়ুন, রবিবার সাতসকালে সল্টলেকে বিভিন্ন বাজারে EB-র হানা, দাম বেশি নেওয়ার অভিযোগ

 

পরিষেবা কেন্দ্রে ফোন করতেই টনক নড়ে

শনিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পালান ইনডাসট্রিয়াল এলাকার দুইটি গোডাউনে হানা দিয়ে একটি প্রতিষ্ঠিত কোম্পানির লাগোয়া ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুট্টি প্রস্তুতকারী সংস্থার হদিশ পায়। যেমনটা জানা গেছে, গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই কোম্পানির ওয়াল পুট্টি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল। ভেজাল সিমেন্টের গুণে এযেন অনেকটা দেওয়াল থেকে ধুলোর ঝড়। তাই ওই সংস্থা নিজেদের মতন করে তদন্ত করে জানতে পারে তাঁদের নির্দিষ্ট কোন কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছিল না।

আরও পড়ুন, গলা ব্যথা নিয়ে নারকেলবাগানের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু, কাঠগড়ায় ILS হাসপাতাল

 

মালিক ও ম্যানেজার সব গ্রেফতার

সেই মতই তারা বিভিন্ন রিটেল শপ গুলিতে গিয়ে জানতে পারে মহেশতলার একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার বেশ কিছু গোডাউন ভাড়া করে। সেখানেই সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করছে। পুলিশ ৯ জনকে আটক করলেও রাতে ছেড়ে দেওয়া হয়। ওই বেআইনি কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ।