আসানসোলে ব্যবসায়ীর রহস্যমৃত্যু! উদ্ধার হল পিস্তল, চাঞ্চল্য এলাকা জুড়ে

আসানসোলের রাস্তা থেকে এক লোহা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মহম্মদ সাবরুদ্দিন। বয়স ৪৭ বছর। শনিবার সকাল প্রায় ৬টা নাগাদ আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ডের করিম ডাঙাল এলাকায় নিজের বাড়ির সামনেই তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ভোরের নমাজ পড়তে যাওয়ার সময় প্রথমে দেহটি নজরে আসে স্থানীয়দের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হীরাপুর থানায়। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে, সাবরুদ্দিন এলাকায় লোহার গ্রিল তৈরির কারখানার মালিক ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মাদ্রাসার কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করতেন। ফলে তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্ন উঠছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে। 

রাস্তায় রক্তের দাগও মিলেছে। তবে আশ্চর্যের বিষয়, সেখানে কোনও গুলির খোল পাওয়া যায়নি। মৃতের মুখ ও নাক থেকে রক্ত বেরোচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, সাবরুদ্দিনকে গুলি করে খুন করা হয়েছে। আবার কেউ মনে করছেন, তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তবে এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে শরীরে গুলির চিহ্ন রয়েছে কি না, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে। ঘটনাটি খুন, দুর্ঘটনা না কি অন্য কিছু—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।