লকডাউনের সময়ে সোশাল ডিসটেনস মেনটেন করা জরুরি অথচ দরকার হলে দু-একবার বাজারেও বেরোতে হয় এই পরিস্থিতিতে বহরমপুরের এক প্রৌঢ় অভিনব উপায় বার করলেন গায়ের সঙ্গে বেশ কয়েকখানা লাঠি বেঁধে দূরত্ব বজায় রাখলেন

লকডাউনের মরশুমে বাজার-দোকান তো পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় না বাইরে বেরোতেই হয় তাই বহরমপুরের জয়ন্ত সিনহা গায়ে খান পাঁচ-ছয় লাঠি বেঁধে সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন যাতে করে সোশাল ডিসটেনসিং বজায় থাকে ষোলোআনা আবার জরুরি প্রয়োজনেও বেরনোও যায়

লকডাউনের মরশুমে একের-পর-এক ভিডিয়ো ভাইরাল হয়েছে কোথাও দেখা যাচ্ছে পুলিশ গান গাইছে কোথাও আবার সাফাইকর্মীদের ওপর পুষ্পবৃষ্টি করছেন পাড়ার লোকজনএরই মধ্য়ে ভাইরাল হয়ে গেলো বহরমপুরের এই ভিডিয়ো কেউ বলছেন, অনেকটা যেন সুকুমার রায়ের তৈরি চরিত্রের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এই মানুষটার আবার কেউ বলছেন, একেই বলে পিপলস টেকনোলজিচিন দেখে শিখুক

ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেরাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছেন জয়ন্ত সিনহা দেখুন এই ভিডিয়োটি