- ডুয়ার্সে নদীতে পড়ল ট্রাক
- নেওড়া নদীতে দুর্ঘটনা
- নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং-এ ধাক্কা ট্রাকের
- যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা
সেতুর রেলিং ভেঙে নদীতে ভেঙে পড়ল যাত্রীবোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালবাড়ি এলাকায়। বৃহস্পতিবার ভোরে মাল শহর থেকে মঙ্গলবাড়ি হাটে যাওয়ার জন্য ওই ট্রাকে উঠেছিলেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। নেওড়া নদীর উপর সেতুতে উঠতেই ঘটে বিপত্তি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
খবর পেয়েই উদ্ধার শুরু করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। যান্ত্রিক গোলযোগের কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গৌরিশংকর নামে এক পৌঢ়। তিনি মাল শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাকি সাত জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে ভোররাতে এই দুর্ঘটনায় মাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Oct 10, 2019, 1:30 PM IST