সংক্ষিপ্ত

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল ।  দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে চরম ভোগান্তির শিকার হন এদিন রেল যাত্রীরা। গোটা এই ঘটনার জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, মধ্যমগ্রাম স্টেশনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।  

বড়সড় দুর্ঘটনার (Accident) হাত থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল (Bangaon Local)। পয়েন্ট-এর গোলমালের কারণেই আর একটু হলেই ঘটে যাচ্ছিল ভয়াবহ দুর্ঘটনা। তবে অল্পের জন্য রক্ষা পেল বনগাঁ লোকালের যাত্রীরা। এদিকে এই ঘটনায় ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ায় বনগাঁ লাইনে ট্রেন চলাচল একটু পিছিয়ে যায়। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে চরম ভোগান্তির শিকার হন এদিন রেল যাত্রীরা। গোটা এই ঘটনার জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, মধ্যমগ্রাম স্টেশনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা (Congress)। তবে শুধু মধ্যমগ্রামেই বিক্ষোভ হয়, আঁচ পড়ে বামুনগাছিতেও।

এক নম্বর লাইনের বদলে দু নম্বর লাইনে ঢুকে যায় বনগাঁ লোকাল

জানা গিয়েছে, পয়েন্ট-এর গোলমালের কারণেই ঘটতে যাচ্ছিল বড়সড় দুর্ঘটনা। তবে শেষ অবধি মধ্যমগ্রাম স্টেশনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল ট্রেন। ডাউন ১১টা ৩০ এর বনগাঁ- শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম প্লাটফর্মে ঢোকার সময় এক নম্বর লাইনের বদলে, আচমকাই দু নম্বর লাইনে ঢুকে যায়। কিন্তু সেই সময় ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে পেছনে ছিল ডাউন হাবরা লোকাল।  ট্রেনের চালক ও গার্ডের দক্ষতার কারণে অবশেষে রক্ষা পায়।প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় ধরে মধ্যমগ্রাম স্টেশনে ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে। তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি হালকা করে নিলেও বিষয়টি যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো তা নিয়ে চাপান উতোর চলছে।

মধ্যমগ্রাম স্টেশন মাস্টারের ঘরে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা

এদিকে এই অঘটনের ফলে আপ হাবরা লোকাল দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকে। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীদের ধৈর্যের বাধ ভেঙে যায়। অবশেষে মধ্যমগ্রাম স্টেশন মাস্টারের ঘরে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা । একই ভাবে বামুনগছিতে বিক্ষোভ দেখায় যাত্রীরা। স্টেশন মাস্টার অবশ্য জানান, যা বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবে।  এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলেই জানান। উল্লেখ্য, এমন ঘটনা রাজ্যে এই প্রথম নয়। আগেও হয়েছে। তবে বেশিরভাগ সময়ই দুর্ঘটনা হতে হতে রক্ষা পেয়েছে। যদিও পরিষ্কার আকাশে ভরদুপুরে যে এতবড় দুর্ঘটনা হতে যাচ্ছিল, তা ভাবলেই শিউরে উঠছেন লোকাল ট্রেনের যাত্রীরা।

বেশ কিছু প্লাটফর্মে এখনও পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে, চরম ভোগান্তি যাত্রীদের

 জানা গিয়েছে, এই গলোযোগের কারণে বেশ কিছু প্লাটফর্মে এখনও পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে আছে। ১১টা ৩০-এর ডাউন বনগাঁ লোকাল ক্যাশ-ট্রেন ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ঘটনার জেড়ে বনগাঁ লাইনের সমস্ত লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ফলে আপ ডাউন সমস্ত ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে। যদিও রবিবার ছুটির দিন, তবুও ভরদুপুর এহেন পরিস্থিতিতে পড়ে চূড়ান্ত ভোগান্তির মুখোমুখি হয়েছে যাত্রীরা।