
সিঙ্গুরের জমিতে কবে থেকে শুরু হবে শিল্প? মোদীর সামনে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য Suvendu-র
suvendu adhikari news: সিঙ্গুরের জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, "সিঙ্গুরে টাটা কারখানা চলে যাওয়ার সময় রতন টাটা বলেছিলেন, "আমি ব্যাড এম-কে ছেড়ে, গুড এম-এর কাছে চলে গেলাম। আজ আমরা শুধু গুড এম-এর কথাই শুনব।" নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে এই কথা বলে সিঙ্গুরের জনসভা মাতালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির দাপুটে নেতা শুভেন্দু অধিকারী।