সংক্ষিপ্ত

বৃহস্পতিবার সকাল ১০টার সময় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে আগামীকাল তিনি হাজির দেবেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে সিবিআই তলব করল সিবিআই। বৃহস্পতিবার হলদিয়ার সিবিআই ক্যাম্পে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। শেখ সুফিয়ান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি। এমনকী, গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি।

সিবিআই সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুনের ঘটনায় উঠে এসেছে শেখ সুফিয়ানের নাম। ৩ মে নন্দীগ্রামে ওই বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয়েছিল। ১৩ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়। সেই ঘটনাতেই এবার শেখ সুফিয়ানকে জিজ্ঞাসা করতে পারেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল ১০টার সময় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে আগামীকাল তিনি হাজির দেবেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- নিম্নচাপের মাঝেই কেশিয়াড়ি ও নারায়ণগড়ের বুকে আচমকা টর্নেডো, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলিতে তদন্ত করছে সিবিআই। কিছুদিন আগেই দেবব্রত মাইতির বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। তারপরই তলব করা হয় শেখ সুফিয়ানকে। 

আরও পড়ুন- রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকবে লোকাল ট্রেন

আরও পড়ুন- মুর্শিদাবাদে ফুচকা খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন, আটক বিক্রেতা

ভোট পরবর্তী হিংসা মামলায় এখনও পর্যন্ত চারটি চার্জশিট পেশ করেছে সিবিআই। নদিয়ায় পলাশ মণ্ডল খুনের ঘটনায় ১১ সেপ্টেম্বর চতুর্থ চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্য়ে ১৫ জনের নাম রয়েছে তালিকায়। তাঁদের মধ্য়ে এই মুহূর্তে ১২ জনকে জেল হেফাজতে রাখা হয়েছে। এর আগে বিজেপি বুথ সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে তৃতীয় চার্জশিট জমা করেছে সিবিআই। তার আগে ৩ সেপ্টেম্বর   ভাটপাড়ায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট পেশ করেছিল সিবিআই। আর বীরভূমের বাসিন্দা মনোজ জয়সওয়ালের মৃত্যু মামলায় প্রথম চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

YouTube video player