সংক্ষিপ্ত

  • মৃত্যু হল ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের
  •  বাঁকুড়ার ইন্দাস বিধানসভার দুবারের বিধায়ক ছিলেন তিনি
  •   বেশ কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন
  •   প্রথমে ওন্দা কোভিড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়  

মৃত্যু হল ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের। বাঁকুড়ার ইন্দাস বিধানসভার দুবারের বিধায়ক ছিলেন তিনি।  বেশ কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন।  প্রথমে ওন্দা কোভিড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।  পরে শারিরীক অবস্থার অবনতি ঘটায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি হাসপাতালে।  আজ সন্ধ্যে ৬.০৫ নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর।

করোনা আক্রান্ত হয়ে ওন্দা কোভিড হাসপাতাল্র ভর্তি হন ২২ সেপ্টেম্বর। ২৪ তারিখ ওন্দা কোভিড হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়  হাওড়ার একটি হাসপাতালে। সেখানে আজ মৃত্যু হয়  তার।মৃত্যু কালে বয়স ৫২ বছর। ১৬ সেপ্টেম্বর জ্বর সর্দি হয়। ২১ সেপ্টেম্বর করোনা টেস্ট  করালে রিপোর্ট পজিটভ আসে। ২২ তারিখ সকালে ভর্তি হন ওন্দা কোভিড হাসপাতালে। গুরুপদ বাবুর সুগার এবং থাইরয়েড ছিল।তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।