BJP News: নতুন সভাপতি পদে দায়িত্ব নিয়েই এবার বিধানসভা ভোটের আগেই বঙ্গ সফর শুরু করলেন নীতিন নবীন। কবে থেকে তার এই সফরসূচি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
BJP News: সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করে প্রথম রাজ্য সফর পশ্চিমবঙ্গ থেকেই। বাংলার বর্ধমান-দুর্গাপুর থেকেই জনসভা বক্তৃতার ইনিংস শুরু করতে চলেছেন নীতিন নবীন। সব ঠিক থাকলে ২৭ জানুয়ারি রাতে কলকাতা পৌঁছনোর কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। সূত্রের খবর, ২৮ জানুয়ারি বর্ধমান-দুর্গাপুরে সভা করবেন নীতিন। ওই দিনই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদের উপর ধারাবাহিক হেনস্থার অভিযোগ এবং শিলিগুড়ি বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচের ক্ষেত্রে রাজনৈতিক বাধা দেওয়ার প্রতিবাদে অনশন অবস্থান কর্মসূচিতে বসলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
বিজেপির বিক্ষোভ কর্মসূচি:-
২২ জানুয়ারি সকাল আটটা থেকে আগামীকাল ২৩ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে। শিলিগুড়ি শহরের নেতাজি মূর্তির পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। বিধায়ক শংকর ঘোষের অভিযোগ, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ ও খরচের ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রশাসনের মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ আটকে দেওয়া হচ্ছে।
এমনকি ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরেও সংশ্লিষ্ট কাজ শুরু করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁর। এছাড়াও জেলা শাসকসহ বিভিন্ন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিরোধী দলের বিধায়কদের ধারাবাহিকভাবে উপেক্ষা করার অভিযোগ তোলেন শংকর ঘোষ। তাঁর দাবি, এটি সরকারি আমলাদের কোড অফ কন্ডাক্টের পরিপন্থী।
অনশনের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি রাজ্য সরকারের “পাড়ায় সমাধান” প্রকল্পকে ঘিরে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৩টি ওয়ার্ডে বুথ পিছু ১০ লক্ষ টাকা করে যে কাজের কথা ঘোষণা করা হয়েছে, তার সম্পূর্ণ খতিয়ান প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিলিগুড়ি শহরে চলতে থাকা পানীয় জলের সমস্যার দ্রুত স্থায়ী সমাধানের দাবিও তোলা হয়েছে এই অনশন অবস্থান কর্মসূচি থেকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


