সংক্ষিপ্ত
- একমাত্র ছেলের বিয়েতে খামতি রাখেননি আয়োজনে
- স্ত্রীকে নিয়ে 'আলাদা থাকতে' চেয়েছিলেন ছেলে
- পারিবারিক অশান্তির জেরেই কি আত্মহত্যা?
- দম্পতির মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
উত্তম দত্ত, হুগলি: নেপথ্যে কি পারিবারিক অশান্তি? ছেলের বিয়ে দেওয়ার মাস দুয়েক পর আত্মহত্যা করলেন এক দম্পতি। বাড়ি থেকে উদ্ধার হল স্বামী ও স্ত্রীর ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির শ্রীরামপুরে।
আরও পড়ুন: বাঘের হানায় মৃত্যুমিছিল, সুন্দরবনে বেআইনি প্রবেশ রুখতে কড়া নজরদারি বনদপ্তরের
মৃতেরা হল খোকন চক্রবর্তী ও তাঁর স্ত্রী অনজু। বাড়ি, শ্রীরামপুর শহরের মাহেশ কলোনি এলাকায়। বাড়ির বাড়ি গিয়ে কল সারানোর কাজ করতেন খোকন। ওই একমাত্র ছেলের নাম অমিত। কলকাতা মেডিক্য়াল কলেজে চাকরি করেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, করোনা আতঙ্কের মাঝে মাস দুয়েক আগে বেশ ঘটা করে বিয়ে হয় অমিতের।
আরও পড়ুন: 'কিছুটা হলেও দুর্দশা খুচবে', পুরোহিত ভাতায় ঘোষণায় খুশির হাওয়া অনুব্রতের গড়ে
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নিজেদের ঘরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খোকন ও অনজু। স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পান প্রতিবেশীরাই। তাঁদের অভিযোগ, বিয়ের পর স্ত্রী নিয়ে আলাদা থাকতে চাইছিলেন অমিত। ছেলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাবা-মা। তা নিয়ে পরিবারে অশান্তিও চলছিল। মানসিক চাপ সহ্য করতে না পেরেই কি আত্মহত্যা করলেন ওই দম্পতি? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া।