সংক্ষিপ্ত

  • আগাম ব্যবস্থাতেই কম ক্ষতি, দাবি মমতার
  • মেদিনীপুর থেকে পরিস্থিতির উপরে নজর রাখছিলেন তিনি
  • স্বাভাবিক দিঘা, মন্দারমণি
  • আজ থেকেই ফের পশ্চিম মেদিনীপুরে শুরু প্রচার
  • দেবের সমর্থনে পদযাত্রা মমতার

ফণী-তে রাজ্যের বড়সড় ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়I দাবি করলেন, আগাম সতর্কতা নেওয়াতেই ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো হয়েছেI একই সঙ্গে দুর্যোগ কেটে যাওয়ায় এ দিন থেকেই ফের ভোট প্রচার শুরু করছেন মমতাI

নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঝড়ের কারণে প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, সাব স্টেশনর ক্ষতি হয়েছেI ফলে, অনেক জায়গাতেই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেI আবার অনেক জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিলI তবে যে সব জায়গায় গাছ পড়ে গিয়েছিল, সেগুলি অধিকাংশই সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়I

ঝড়ে উপকূলবর্তী এলাকাগুলিরই সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা ছিলI মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘা, মন্দারমণি, ক্যানিং, ডায়মন্ড হারবারের মতো উপকূলবর্তী এলাকায় ঝড় পরবর্তী উদ্ধারকাজ শেষ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছেI রাজ্যের অন্যত্র রবিবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রীI

ভয়াল ঘূর্ণীঝড় নিয়ে গত সাতদিন তিনি খুবই উদ্বেগের মধ্যে ছিলেন বলে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রীI তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াতেই বেশি ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে দাবি করেছেন মমতাI জেলায় জেলায় আগাম ত্রাণসামগ্রী পাঠিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনিI প্রায় বিয়াল্লিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মমতাI যাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের রবিবার বাড়ি ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীI একই সঙ্গে যে সমস্ত বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে পড়েছে, সেগুলিও সরকারের পক্ষ থেকে সারিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রীI

তবে দুর্যোগের আশঙ্কা কাটতেই ফের নির্বাচনী প্রচারে ফেরার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়I এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে রয়েছেন মমতা. সেখানেই বেশ কয়েকটি সভা ছিল তাঁর. কিন্তু ফণীর আশঙ্কায় সেই সমস্ত সভা বাতিল করা হয়েছিলI আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় বিকেলের দিকে ভোট প্রচারে তিনি ঘাটাল এবং চন্দ্রকোণায় পদযাত্রা করবেন  বলে ঠিক করেছেন তৃণমূল নেত্রীI 

তবে ফণীর প্রভাবে এ রাজ্য়ে সেভাবে ক্ষয়ক্ষতি না হওয়ায় উপরওয়ালাকেই ধন্য়বাদ দিয়েছেন মুখ্যমন্ত্রীI তাঁর কথায়, সবাই মিলে প্রার্থনা করাতেই এ যাত্রায় অল্পের উপর দিয়ে রক্ষা পাওয়া গিয়েছেI তাই ফণী আতঙ্ক কাটতেই আর সময় নষ্ট করতে চান না মুখ্য়মন্ত্রী, বিয়াল্লিশে বিয়াল্লিশের লক্ষ্যে এ দিন থেকেই ফের ভোট প্রচার শুরু করছেন তিনি. ঘাটালে এবার দেবের প্রতিপক্ষ একদা মমতার আস্থাভাজন আইপিএস অফিসার ভারতী ঘোষI সেই ঘাটালেই এ দিন দেবের সমর্থনে পদযাত্রা করবেন তিনিI