সংক্ষিপ্ত
- ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা
- কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে অনুভূত হয় ভূকম্পন
- রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮
সকাল সকাল আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকা। আজ সকাল ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ অনুভূত হয় ভূকম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দূর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান ও মালদার পাশাপাশি কলকাতার বেশকিছু অংশের মানুষরা স্পষ্ট অনুভব করেন কম্পন। যার ফলে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। বিশেষত যাঁরে বহুতলের বাসিন্দারা, তাঁরা ভূকম্পন স্পষ্টভাবে অনুভব করেন। এরপরই তরিঘরি বহুতল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন আবাসিকরা।
আবহাওয়া দফতর সূত্রে এদিন প্রথম দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্পের কথা জানানো হয়। আরও জানা গিয়েছে, এই ভূকম্পন মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয়েছিল ভূমিকম্প। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।