সংক্ষিপ্ত

বহুতলের ভিতরে থাকা সবাইকে নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। তবে বন্ধ গুদামে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বড়বাজারের আমড়াতলা স্ট্রিটে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন। সকাল ১১টা নাগাদ চারতলা বাড়ির নিচের তলায় আগুন লাগে। আচমকা ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকল ও বড়বাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়বাজারের অত্যন্ত ঘিঞ্জি এলাকার এই বহুতলের একতলাতেই রয়েছে সেলোটেপের গুদাম। সেখানে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। বিষাক্ত ধোঁয়ার জেরে গুদামের ভিতরে প্রবেশ করতে পারছিলেন না দমকল কর্মীরা। তাই প্রথমে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণ শুরু করেন তাঁরা। পরে পরিস্থিতি একটু ঠিক হওয়ার পর ভিতরে ঢুকে আগুন নেভান। 

এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। বহুতলের ভিতরে থাকা সবাইকে নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। তবে বন্ধ গুদামে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে বড়বাজারে আগুন লাগার ঘটনা একেবারেই নতুন নয়। এর আগে জুন মাসে নেতাজি সুভাষ রোডে প্লাস্টিকের গুদামে আগুন লেগেছিল। সেখানে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বনফিল্ড লেনের ওই বহুতলে ছিল রাখির গোডাউন। এছাড়া ওই এলাকার আশপাশেও প্রচুর কেমিক্যালের দোকান ছিল। ফলে সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়েছিল আগুন। যা নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েছিলেন দমকল কর্মীরা। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছিল। 

YouTube video player