বাংলার এই শহরে আজ পালিত হচ্ছে দোল এই রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে বর্ধমানে বর্ধমান মহারাজার সময়ে থেকেই এই নিয়ম এই ঘটনার পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে

হোলি নয় দোলতবে তা হোলির দিনেইবর্ধমানের মানুষ মঙ্গলবার রং খেলায় মেতে উঠলেন

গোটা বাংলায় যেখানে দোল পূর্ণিমার দিনই রং খেলায় মেতে ওঠে মানুষ, সেখানে বর্ধমানের রেওয়াজ অন্য়রকমসেখানে পরের দিন পালন করা হয় দোলবর্ধমান মহারাজার সময় থেকেই চলে আসছে এই রেওয়াজতার কারণ হিসেবে জানা যায়, রাজবাড়িতে রাধাগোবিন্দ জিউয়ের পুজো হত দোলের দিনএখন সারাদিন পুজোর পরে আর রং খেলার সময় পাওয়া যেত নাসন্ধে নেমে যেততাই তখন একটা উপায় বার করা হয়েছিলপরের দিন তো আর পুজোআচ্ছা কিছু থাকবে নাসেদিনই তাহলে রং খেলা হোক

সেই থেকেই চলে আসছে এই রেওয়াজএদিন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় রং আর আবীর মেখে দোল খেলতে দেখা গেল যুবক-যুবতীকেকোনওরকম অশালীন আচরণ বা বেলেল্লাপনার কোনও খবর পাওয়া যায়নি এদিকে এদিন রাজ্য়ের বেশ কিছু জায়গায় চলছে রংখেলাযদিও করোনার ভয়ে দোলে এবার বড় বেশি ভাঁটাসোমবারও অনেককে দোল খেলতে দেখা যায়নিসংক্রমণের ভয়ে বাড়িতে রং বা আবীর কিনে আনেননি অনেকেইমঙ্গলবারও প্রায় একই দৃশ্য় দেখা গেলআর এই করোনার আতঙ্কেই এবার কার্যত নজিরবিহীনভাবে শান্তিনিকেতনে বাতিল হল বসন্তোৎসব