সংক্ষিপ্ত
- পাহাড়ে শিলাবৃষ্টি
- বরফের আস্তরণে ঢাকল দার্জিলিং
- বরফ জমেছে টাইগার হিলেও
- তাপমাত্রার পারদ নিম্মমুখী
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই। বৃহস্পতিবার শিলাবৃষ্টি নামল পর্যটকশূন্য দার্জিলিং-এ। বরফের পুরু আস্তরণে ঢাকল টাইগার হিলের চূড়া।
করোনা আতঙ্কে থরহরিকম্প বাংলা। লকডাউনে সুনশান শৈলশহর দার্জিলিং। ম্যালে সার দাঁড়িয়ে ঘোড়াগুলি, কিন্ত ঘোড়ার পিঠে চড়ার লোক নেই! বৃহস্পতিবার বেশ কয়েক মিনিট ধরে শিলাবৃষ্টি চলল পাহাড়ে। বৃষ্টি থামতেই বরফের আস্তারণে ঢাকল রাস্তাঘাট। টাইগার হিলের সৌন্দর্য্য ছিল দেখার মতো। শুধু দার্জিলিংই নয়, বৃহস্পতিবার বেশ ভাল রকমের শিলাবৃষ্টি হয়েছে গ্যাংটকেও। তাপমাত্রাও পারদ একধাক্কায় নেমেছে অনেকটাই।
দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের সর্বত্রই এখন ভ্য়াপসা গরম। অন্য বছর এই সময়ে দার্জিলিং, গ্যাংটক-সহ পাহাড়ে পর্যটকদের ঢল নামে। আর যদি শিলাবৃষ্টি হয় কিংবা বরফ পড়ে, তাহলে তো কথাই নেই। কিন্ত এবার করোনা আতঙ্ক ও লকডাউনে গৃহবন্দি সকলেই। কে আর ঘুরতে আসবে! ক্ষতির মুখে পড়েছেন হোটেল ব্যবসায়ী-সহ পর্যটন ব্যবসায়ীরা।