MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'চাপিয়ে দেওয়া শর্তে বৈঠক নয়'! পঙ্গপালের মতো না গিয়ে ডাক্তাররা চাইছেন গঠনমূলক আলোচনা

'চাপিয়ে দেওয়া শর্তে বৈঠক নয়'! পঙ্গপালের মতো না গিয়ে ডাক্তাররা চাইছেন গঠনমূলক আলোচনা

নবান্নে সোমবার, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক। কিন্তু নবান্নের চাপিয়ে দেওয়া শর্ত মেনে নয়, বরং অনশন না তুলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যাবেন বলে জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা।

2 Min read
Subhankar Das
Published : Oct 21 2024, 03:17 PM IST| Updated : Oct 21 2024, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
উল্লেখ্য, রবিবার এনআরএস মেডিক্যাল কলেজে প্যান জিবি বৈঠক হয়
Image Credit : Asianet News

উল্লেখ্য, রবিবার এনআরএস মেডিক্যাল কলেজে প্যান জিবি বৈঠক হয়

তারপরেই তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দেন তারা। প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচ্য বিষয়ের রূপরেখা ঠিক করতেই এদিন বৈঠকে বসেন তারা।

213
নজরে সোমবার বিকেলের হাইভোল্টেজ বৈঠক
Image Credit : Asianet News

নজরে সোমবার বিকেলের হাইভোল্টেজ বৈঠক

কতজন এবং কারা কারা সেই বৈঠকে যেতে পারেন, তাছাড়া ১০ দফা দাবি নিয়ে রাজ্য সরকারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তাদের কী কী বক্তব্য হতে পারে, এইসব নিয়েই জিবিতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

313
এর আগেও বৈঠকে প্রতিনিধি সংখ্যা নিয়ে প্রশাসনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের মতবিরোধ তৈরি হয়
Image Credit : Asianet News

এর আগেও বৈঠকে প্রতিনিধি সংখ্যা নিয়ে প্রশাসনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের মতবিরোধ তৈরি হয়

তবে সোমবারের বৈঠকে যাতে প্রতিনিধি সংখ্যা নিয়ে সমস্যা না তৈরি না হয়, জিবিতে সেই বিষয়েই আলোচনা করেছেন জুনিয়র ডাক্তাররা।

413
তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনা চাইছেন
Image Credit : Asianet News

তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনা চাইছেন

তাই ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ যাতে না হয়, সেদিকেও নজর দিয়েছেন অনেকে। আন্দোলনকারীদের স্পষ্ট কথা, “তারা পঙ্গপালের মতো যেতে চাইছেন না। চাপিয়ে দেওয়া শর্তে নয়। বরং আলোচনা হোক নির্দিষ্ট এবং গঠনমূলক। প্রচুর লোক গেলে সেই পরিসর সঙ্কুচিত হওয়ার প্রবল আশঙ্কা থেকে যায়।”

513
সংখ্যা ঠিক হয়নি
Image Credit : Asianet News

সংখ্যা ঠিক হয়নি

সোমবারের বৈঠকে শেষপর্যন্ত, কতজন যাবেন, সেই সংখ্যা এখনও ঠিক হয়নি। সরকারের বেঁধে দেওয়া সংখ্যার মধ্যে বা তার থেকে সামান্য বেশি প্রতিনিধি নিয়েই জুনিয়র ডাক্তাররা নবান্নে যাবেন বলেই অনেকে মনে করছেন।

613
প্রতিনিধিদের সংখ্যা এবং নাম ঠিক করতে ধর্মতলায় সোমবার দুপুরে শেষ পর্যায়ের আলোচনা (Discussion)
Image Credit : Getty

প্রতিনিধিদের সংখ্যা এবং নাম ঠিক করতে ধর্মতলায় সোমবার দুপুরে শেষ পর্যায়ের আলোচনা (Discussion)

সেখানেই প্রতিনিধির সংখ্যা ঠিক হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

713
মুখ্যসচিবের চিঠি পাওয়ার পরে শনিবার রাতেই বসে তড়িঘড়ি বৈঠক
Image Credit : Getty

মুখ্যসচিবের চিঠি পাওয়ার পরে শনিবার রাতেই বসে তড়িঘড়ি বৈঠক

অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার সংক্রান্ত নবান্নের শর্ত মেনে বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়েই মূলত আলোচনা হয়। তবে শনিবার, সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে না পারার জেরেই রবিবার, আবার প্যান জিবি হয় এনআরএসে।

813
মুখ্যসচিবের চিঠির পাল্টা উত্তরে ইমেইলে কী কী লেখা থাকবে, তা ঠিক হয় ওই বৈঠকে
Image Credit : Asianet News

মুখ্যসচিবের চিঠির পাল্টা উত্তরে ইমেইলে কী কী লেখা থাকবে, তা ঠিক হয় ওই বৈঠকে

এছাড়াও, আরও কয়েকটি বিষয় নিয়ে জিবিতে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। অতীতের তুলনায় সোমবারের বৈঠক আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন একাধিক জুনিয়র ডাক্তার।

913
কারণ, ধর্মতলায় ‘আমরণ অনশন’ চলছে এবং আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে
Image Credit : SOCIAL MEDIA

কারণ, ধর্মতলায় ‘আমরণ অনশন’ চলছে এবং আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে

ফলে, এবার আলোচনা আরও গুরুত্ব সহকারে হওয়া উচিৎ বলেই মনে করছেন জুনিয়র ডাক্তাররা।

1013
সেই আলোচনায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কীভাবে এবং কোন কোন বিষয়ে কথা বলবেন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়
Image Credit : Asianet News

সেই আলোচনায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কীভাবে এবং কোন কোন বিষয়ে কথা বলবেন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়

জুনিয়র ডাক্তাররা জোর দিতে চাইছেন, তাদের দাবি কীভাবে প্রশাসন মানবে, মূলত সেই দিকেই। নবান্নের বেঁধে দেওয়া ৪৫ মিনিটে কীভাবে তারা নিজেদের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে বলতে পারেন, তা নিয়েও জিবিতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

1113
তাই সময় নষ্ট না করে প্রতিটি মিনিট ধরে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে চান জুনিয়র ডাক্তাররা
Image Credit : SOCIAL MEDIA

তাই সময় নষ্ট না করে প্রতিটি মিনিট ধরে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে চান জুনিয়র ডাক্তাররা

সেইসঙ্গে, ১০ দফা দাবির প্রেক্ষিতে সরকারকে কিছু পরামর্শও দিতে চাইছেন তারা। আগামীতে কী কী করা যেতে পারে, সেই বিষয়েও জিবিতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

1213
জুনিয়র ডাক্তাররা আগেই জানান,
Image Credit : social media

জুনিয়র ডাক্তাররা আগেই জানান,

তাদের দাবির মধ্যে চারটিই হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো বিষয়ক। হাসপাতালগুলিতে কেন্দ্রীয় ভাবে রেফারেল ব্যবস্থা, শূন্য বেড সংখ্যার ডিজিটাল মনিটরিং, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স, সিসিটিভি, প্যানিক বাটন, হেল্পলাইন নম্বর এবং সিভিকের বদলে মহিলা পুলিশকর্মী চাই বলে দাবি করেছেন তারা।

1313
সেক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ করছে তার সুস্পষ্ট ধারণা পেতে চাইছেন জুনিয়র ডাক্তাররা
Image Credit : Asianet News

সেক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ করছে তার সুস্পষ্ট ধারণা পেতে চাইছেন জুনিয়র ডাক্তাররা

এছাড়াও, কিছু দাবির ক্ষেত্রে রাজ্য সেগুলিকে বিচারাধীন বিষয় বলে উল্লেখ করেছে। সেই বিষয়গুলিতে সরকার কতটা কী করতে পারে, তা নিয়েও আলোচনা হয় সেই জিবিতে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
মেসি কাণ্ড: দুই তৃণমূল মন্ত্রীর গ্রেপ্তারের দাবি বিজেপির, কার নামে বোমা ফাটালেন শুভেন্দু?
Recommended image2
মেসিকে নিয়ে যুবভারতীকাণ্ডে আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল বাংলার, ইডি-সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা
Recommended image3
মেসির কনসার্ট ঘিরে যুবভারতীতে ফ্যানেদের তাণ্ডবলীলা! কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা
Recommended image4
বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে এবার টার্গেট মমতা! কড়া চিঠি গেল নবান্নে
Recommended image5
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved