সংক্ষিপ্ত

দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক তৈরি হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্য়ায় কালীঘাট মন্দিরের স্কাইওয়াক তৈরির ইচ্ছে প্রকাশ করেছিলেন।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সময় দিতে পারলেই কালীপুজোর আগেই উদ্বোধন করা হবে কলীঘাট স্কাইওয়াক। কালীঘাটের স্কাইওয়াক তৈরির কাজ খতিয়ে দেখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কাজ কতটা এগিয়েছ, কাজের কী অবস্থা- সমস্ত খতিয়ে দেখে তিনি রিপোর্ট দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে। সূত্রের খবর রিপোর্ট দেখে মমতা বন্দ্যোপাধ্য়ায় গ্রিন সিগন্যাল দিলেই উদ্বোধন করা হবে কালীঘাট স্কাইওয়াক।

দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই কালীঘাটে তৈরি হচ্ছে কালীঘাট স্কাইওয়াক। মন্দির লাগোয়া এলাকার চেহারা বদলে দিয়েছে এটি। মন্দিরের সামনে যে স্টল ও ডালা বসত সেগুলি সরে গিয়েছে। মন্দিরের নতুন কমপ্লেক্সে। পাশেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় রোড থেকে একেবারে মন্দির পর্যন্ত যাওয়াবে এই স্কাইওয়াক। যার শেষ পর্বের কাজ চলছে বলেও সূত্রের খবর। স্কাইওয়ার নির্মাণের জন্য মন্দির কোনও দিনই বন্ধ রাখা হয়নি। কালীঘাট স্কাইওয়াক ৫০০ মিটর লম্বা। এটি চওড়ায় ১০য়৫ মিটার। দুটি লেন থাকবে। চারটি এসকালেটর, দুটি ব্রাঞ্চ থাকবে।

দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক তৈরি হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্য়ায় কালীঘাট মন্দিরের স্কাইওয়াক তৈরির ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু হকারদের সমস্যার কারণে এই কাজ করতে কিছুটা দেরি হয়। শেষপর্যন্ত মন্দিরের সামনের হকার্স কর্নারটি হাজরা পার্কে সরিয়ে দিয়ে সমস্যা সমাধান করে কলকাতা পুরসভা। আগামী ৩১ অক্টোবর কালীপুজো। তার আগেই উদ্বোধন করা হতে পারে কালীঘাট স্কাইওয়াক। যদি তাই হয় তাহলে কালীপুজোর দিনে ভক্তদের সুবিধে হবে। যদিও কালীপুজোর দিনে কিন্তু কালীঘাটের মন্দিরে কালীপুজো হয় না। এই দিন কালীঘাটের মন্দিরে মহালক্ষ্মীর পুজো করা হয়। পুজো হয়ে গেলে মন্দির বন্ধ করে দেওয়া হয়। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।