সংক্ষিপ্ত

\রেলের তথ্য অনুযায়ী, ২০২১-২৪ অর্থবর্ষে মেট্রোর ক্ষতি হয়েছে ৪২৪.২৪ থেকে ৪৮৭.৩৭ কোটি টাকা। কেন্দ্রের দাবি, জমি জট সহ একাধিক প্রকল্পের কারণে এই ক্ষতি।

পশ্চিমবঙ্গের মানুষকে পরিবহন সুবিধা দেওয়ার জন্য কলকাতা মেট্রো প্রতি বছর ৪৫০ কোটি টাকার বেশি লোকসান করছে। দাবি করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। এবার সেই দাবির উত্তর দিয়ে তথ্য দিল রেল।

সেখানে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে কলকাতা মেট্রোর ক্ষতি হয়েছে ৪৮৭.৩৭ কোটি। ২০২২-২৩ অর্থবর্ষে ৪২৪.২৪ কোটি এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ক্ষতির পরিমাণ ৪৬৫.১১ কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা ক্ষতি হচ্ছে প্রতি বছর।

ক্ষতির কারণ বলতে গিয়ে একাধিক প্রকল্পের কথা তুলে ধরেছে কেন্দ্র। ঠিক কীভাবে কেন রাজ্যের কারণেই এই বিশাল ক্ষতি তাও স্পষ্টভাবে লেখা। এর মধ্যে অন্যতম মেট্রো রেল।

কেন্দ্র দাবি, তেলঘরিয়া পর্যন্ত মেট্রোর কাজের ব্যয় ৫০ঃ৫০ অনুপাতে রাজ্যের সঙ্গে করতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু, কেন্দ্র সায় দেয়নি। অন্য় দিকে, নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট লাইন ৩২ কিলোমিটার। সেখানে ৯.৮ কিমি কাজ শেষ হলেও ২২.২ কিমি কাজ বাকি। তেমনই জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত ১৪ কিমি লাইন। সেখানে আবার জমি জটের পিছনে রাজ্যের দিকেই আঙুল তুলল কেন্দ্র। নোয়াপাড়া থেকে বারাসত ১৮ কিমি লাইন। সেখানে ১৫.১৬ কিমি লাইন। সেদিকেও জমি জটের কারণে রাজ্যের দিকে আঙুল তুলল কেন্দ্র।

কোথাও জমি জটের কারণ তো কোথাও আবার অন্য কোনও সমস্যার কারণে কাজে দেরি হচ্ছে। তেমনই কলকাতা পৌরসভা থেকে দেওয়া জলের পাইপলাইন রাজ্য সরকার অন্যত্র সরাতে ব্যর্থ হওয়ায় বরানগর থেকে ব্যারাকপুর লাইনে কাজে দেরি হচ্ছে বলেও দাবি কেন্দ্রের।