সংক্ষিপ্ত

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

শিবরাত্রিতে সমস্যায় পড়তে পারেন মেট্রো যাত্রীরা। কারণ ওই দিন ১৩ জোড়া মেট্রো কম চলবে। দক্ষিণেশ্বর-কবি সুভাস রুটের মেট্রো চলাচল সম্পর্কে এই খবর দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই দিন একাধিক সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ বন্ধ থাকে। বন্ধ থাকে একাধিক সরকারি ও বেসরকারি অফিসও। তাই যাত্রী সংখ্যা স্বভাবতই এই দিন কম থাকবে আর সেই কারণেই মেট্রোর সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অন্যান্য দিন ২৬২ জোড়া মেট্রো চলাচল করে। তবে শিবরাত্রির দিন ১৩ জোড়া মেট্রো কম চলবে। অর্থাৎ ২৩৬ জোড়া মেট্রো চলাচল করবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। রাতের স্পেশাল সার্ভিসের সময় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে স্পেশাল মেট্রো। তবে ১৩ জোড়া মেট্রো কম চলায় দুটি ট্রেনের সময়ের মধ্যে ব্যবধান বাড়বে।

দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রোর সংখ্যা কমলেও বদল হচ্ছে না অন্য কোনও রুটের সময়সূচি বা সংখ্যাও। এলপ্ল্যানেড-হাওড়া ময়দান, শিয়ালদহ-সেক্টরফাইভ ও জোকা-তারাতলা রুটে মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। তবে বর্তমানে মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবি উঠছে। কারণ একাধিক রুটে মেট্রো চলায় যাত্রীর সংখ্যা বেড়েছে।  মেট্রোতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধও করছেন। কিন্তু মেট্রোর সংখ্যা বৃদ্ধি নিয়ে কিছুই ঘোষণা করেনি কর্তৃপক্ষ। অন্যদিকে বিশেষ বিশেষ দিনে মেট্রো পরিষেবা বাড়ান হয়। কিন্তু শিবরত্রির দিনে মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে। তাতে কিছু যাত্রী সমস্যায় পড়তে পরেন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।