সংক্ষিপ্ত

উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং দুই দিনাজপুরে প্রথম ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গে ও মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

এখনও শীত পড়ার আশায় রয়েছেন কি? তবে আপনার জন্য রয়েছে বেশ খারাপ খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এই বছর ক্রিসমাস অর্থাৎ বড়দিনেও সেভাবে ঠান্ডা বুঝতে পারবেন না শহরবাসী। কী জানাচ্ছে আবহাওয়া দফতর? জানা গিয়েছে আগামী পাঁচদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। ১৬ থেকে ১৭ই ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং দুই দিনাজপুরে প্রথম ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গে ও মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ পর্যন্ত তেমন কোন পরিবর্তন নেই। ২৩ তারিখের পর থেকে আবার তাপমাত্রা বেড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। । ক্রিসমাসের সময় ঠান্ডা থাকার সম্ভাবনা কম রয়েছে। আগামী ২৩শে ডিসেম্বরের পর থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে তাপমাত্রা কমার কোনো সুযোগ থাকছে না।

তবে শনিবারের পর রবিবারও কমের দিকেই ছিল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে গত দু-তিন দিন হালকা বৃষ্টিপাত হলেও এখন আর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, দার্জিলিং ও কালিম্পঙের দু'এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। বাকি ছ'টি জেলায় আবহাওয়া শুকনোই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সতর্কতা নেই। বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলার আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তবে, দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা আছে।

পার্বত্য হিমালয়ান অঞ্চলগুলিতে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা জমাট বাঁধতে পারে বলে জানানো হয়েছে। উপর দিকে থেকে একটি পশ্চিমী ঝঞ্জা অতিক্রম করায় সেই কুয়াশা থাকবে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কিন্তু সোমবার ২ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। এ ছাড়া, হাওয়া অফিস জানিয়েছে, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশে সাময়িক বাধা পেয়েছে। তার জেরেই তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে।