- Home
- West Bengal
- Kolkata
- লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার নিয়ম বদলালো নবান্ন! সবাই টাকা পাবেন না জানুয়ারিতে?
লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার নিয়ম বদলালো নবান্ন! সবাই টাকা পাবেন না জানুয়ারিতে?
- FB
- TW
- Linkdin
রাজ্যের মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের জন্য।
২০২১ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার।
যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়ে ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য।
আগে এই প্রকল্পের শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন। শুধু মাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী।
সেগুলি ঠিকঠাক থাকলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন।
৫০০ টাকা বরাদ্দ ছিল সাধারণ মহিলাদের জন্য ও ১০০০ টাকা বরাদ্দ ছিল তপশিলি ও অন্যান্য উপজাতিদের জন্য।
পরে যদিও এই টাকা বাড়িয়ে ৫০০ টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য ১০০০ করা হয় ও তপশিলি উপজাতিদের জন্য ১০০০ টাকা বাড়িয়ে ১২০০ করা হয়।
লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পে টাকা নয় ছয় রুখতে সুরক্ষা বিধি সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর।
বর্তমানে রাজ্য জুড়ে চালু রয়েছে একাধিক সরকারি অনুদান প্রকল্প (Lakshmir Bahndar)। এক্ষেত্রে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে।
এবার এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানোর ব্যাপারে প্রত্যেকটি দপ্তরকে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নবান্ন।
পাশাপাশি সরকারের তরফ থেকে যিনি তথ্য নথিবদ্ধ করেন বা যার হাত দিয়ে এই সমস্ত তথ্য অনুমোদিত হচ্ছে তাদের চিহ্নিত এবং দায়বদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে ,সবমিলিয়ে অর্থ দপ্তরের তরফ থেকে ১৬ দফা করণীয় অর্থাৎ এসপি চূড়ান্ত করা হয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকারের একাধিক অনুদান মূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হিট প্রকল্প লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bahndar)।
অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার থেকে রাজ্য সরকারের এই সমস্ত সরকারি প্রকল্পের (Lakshmir Bahndar) অনুদান পেতে গেলে সমস্ত উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের অধীন এনপিসিআই মারফত।
যারা অনলাইনে আবেদন পত্র জমা দেবেন তাদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটাই অনলাইনে সম্পন্ন হবে।
অর্থ দপ্তর সূত্রের খবর, এবার থেকে নির্দিষ্ট জায়গায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ডবল যাচাইকরণ হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার নথিভুক্ত করতে হবে।