- Home
- West Bengal
- Kolkata
- লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কড়াকড়ি, মানতে হবে ১৬ দফা নির্দেশিকা, না হলে বন্ধ হয়ে যাবে ভাতা, প্রকাশ্যে নয়া আপডেট
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কড়াকড়ি, মানতে হবে ১৬ দফা নির্দেশিকা, না হলে বন্ধ হয়ে যাবে ভাতা, প্রকাশ্যে নয়া আপডেট
- FB
- TW
- Linkdin
মমতা সরকারের রয়েছে একাধিক প্রকল্প। প্রতি মাসে ভাতা দিয়ে থাকেন মমতা সরকার।
প্রতি মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে তরুণের প্রকল্প, বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার।
মমতা সরকারের এই সকল ভাতার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি খ্যাতি পেয়েছে। রাজ্যের মহিলারা মাসে ১০০০ থেকে ১২০০ টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারের দ্বারা।
এবার খারাপ খবর এল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। জানা গিয়েছে, লক্ষ্মীক ভাণ্ডার পেতে মানতে হবে ১৬ দফা নির্দেশিকা। না হলে বন্ধ হয়ে যাবে ভাতা।
সম্প্রতি এক নির্দেশিতা জারি করে অর্থ দফতর তরফে বলা হয়েছে, যে সব দফতর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় তাদের ১৬ দফা নির্দেশিকা মানতে হবে।
উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ যাবতীয় তথ্য ভালো ভাবে যাচাই করতে হবে। প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে, তার ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যানসেল চেক নিতে হবে।
এই নথিতে উপভোক্তার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি থাকবে সেখানে। এই আইএফএসসি কোড রিজার্ভ ব্যাঙ্কের তালিকা দেখে যাচাই করবে দফতর। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের হতে হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদন দিতে হবে গ্রুপ এ-র বা তার ওপরের পদের কোনও আধিকারিককে। কোনও লেনদেন একবার ফেল হলে সেক্ষেত্রে সংশোধন নিয়ন্ত্রিত হবে।
উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করবে এনপিসিআইএল। যদি যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি উপভোক্তার নামের সঙ্গে তথ্য মেলে তবেই ঢুকবে টাকা।
এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর তার ফোনেও এসএমএস পাঠানো হবে।
আবেদন মঞ্জুর বা বাতিল যা হোক না কেন আপনি মেসেজ পাবেন। সংশোধনের ক্ষেত্রেও এসএমএস পাঠাতে হবে। অনলাইনে আবেদন জমা পড়লে অফলাইনে কাগজ বা ফর্ম আর গ্রহণ করা হবে না।
টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয়ের বিষয় নজর রাখতে হবে। ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন লেটেস্ট ভার্সানে হতে হবে।
যে সব দফতর তরফে টাকা পাঠানো হচ্ছে তাদের মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে সমস্ত কিছু পর্যালোচনা করে স্টেটমেন্ট তৈরি করতে হবে।
যে সব দফতর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় তাদের এবার থেকে এই ১৬ দফা নির্দেশিকা মানতে হবে।
এবার বছর শেষে মিলল নয়া তথ্য। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মানতে হবে এই ১৬ নির্দেশিকা। আবেদনকারীর তথ্যে সামান্য ভুল থাকলে ভাতা বাতিল হয়ে যাবে।