সংক্ষিপ্ত
রবিবার চিকেন ও মাটনের দোকানে লম্বা লাইন দেখা গেল। দেখে নেওয়া যাক আজ বাজারে কত ছিল মাংসের দাম?
রবিবারের দুপুর মানেই বাঙালির পাতে মাংস চাই। তাই সকাল থেকেই মাংসের দোকানে লম্বা লাইন লেগেই থাকে। তবে রবিবারের বাজারে বেশ চড়া দরই ছিল আমিষের। মাছ থেকে মাংস হাত পুড়ছে সবের দামেই। রবিবার চিকেন ও মাটনের দোকানে লম্বা লাইন দেখা গেল। দেখে নেওয়া যাক আজ বাজারে কত ছিল মাংসের দাম?
রবিবার বাজারে চিকেন বিকোচ্ছে কেজি প্রতি ১৯০-২১০ টাকা কেজি দরে। গোটা মুরগির দাম কেজি প্রতি ১৪৫ থেকে ১৫৫ টাকা। দেশি মুরগির দাম ৩৬০ থেকে ৪২০ টাকা কেজি। মাটন বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৮০০ টাকা কেজি।
এক নজরে মাংসের দাম
- চিকেন - ১৯০-২১০ টাকা কেজি
- গোটা মুরগি - ১৪৫ থেকে ১৫৫ টাকা কেজি
- দেশি মুরগি - ৩৬০ থেকে ৪২০ টাকা কেজি
- মাটন - ৭৪০ থেকে ৮০০ টাকা কেজি
প্রসঙ্গত, বাজারজুড়ে এখন ঢালাও ইলিশ। মাঝে কিছুদিন মাছের বাজারে খানিকটা মন্দা গেলেও আবারও নতুন করে বাজারে জোগান বেড়েছে ইলিশের। দুর্গাপূজা পর্যন্ত ইলিশ বাজারে থাকবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি দামেও সস্তা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
শনিবার ছোট ইলিশ বিকোচ্ছে ৫০০-৭০০ টাকা কেজি দরে। বড় ইলিশের কেজি প্রতি দাম ১০০০ থেকে ১২০০ টাকা। শুধু ইলিশে নয় হাত পুড়ছে অন্য মাছের দামেও। রুই মাছ বিকোচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে। ছোট কাতলা মাছের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা। তবে সস্তার মাছও রয়েছে। তেলাপিয়া কেজি প্রতি ১৮০ থেকে ২২০ টাকা। লোটে কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকা। পুঁটি বিকোচ্ছে ১০০ টাকা কজি দরে।
একনজরে মাছের দাম
- ছোট ইলিশ - ৫০০-৭০০ টাকা প্রতি কেজি
- বড় ইলিশ - ১০০০-১২০০ টাকা প্রতি কেজি
- রুই - ২২০-২৫০ টাকা কেজি প্রতি
- কাতলা - ৩৫০-৪০০ টাকা কেজি প্রতি
- তেলাপিয়া - ১৮০-২২০ টাকা কেজি প্রতি
- লোটে - ৮০-১২০ টাকা কেজি প্রতি
- পুঁটি - ১০০ টাকা কেজি প্রতি