সংক্ষিপ্ত

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন,'মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভবিক থাকবে। কোনও পরিবর্তন হচ্ছে না। '

 

ঘূর্ণিঝড় দানা (cyclone Dana)র কারণে বৃহস্পতিবার দুপুর থেকেই বিপর্যস্ত এই রাজ্যের বিস্তীর্ণ এলাকার মনুষের জীবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে ফেরি সার্ভিস। এই অবস্থায় কলকাতা শহরের লাইফলাইন হয়ে উঠবে একমাত্র মেট্ররেল। তেমনই ভরসা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন,'মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভবিক থাকবে। কোনও পরিবর্তন হচ্ছে না। ' তিনি আরও বলেছেন,দক্ষিণেশ্বর-দমদম-কবি সুভাষ লাইনে প্রতি দিনের মতই মেট্রো চলবে। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। অর্থাৎ অন্যান্য দিন যেমন পরিষেবা থাকে তেমনই পরিষেবা পাওয়া যাবে মেট্রোতে। ঝড়ের কারণে কোনও হেরফের হচ্ছে না মেট্রো পরিষেবায়। অন্যদিকে সবুজ লাইন অর্থার হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। সল্টলেক ও শিয়লদহ মেট্রোর সূচিতেও কোনও পরিবর্তন করা হবে না।

ঘূর্ণিঝড় দানার কারণে বুধবার থেকেই ব্যহত হয়েছে দূরপাল্লার ট্রেন পরিষেবা। লোকট্রেন বন্ধ করে দেওয়া হবে রাত ৮টা থেকে। শুক্রবার বেলার দিকে পরিষেবা চালু হবে। বৃহস্পতিবার থেকেই বন্ধ হয়ে গেছে ফেরি সার্ভিস। ব্যাহত উড়ান পরিষেবা। দমদম ও ভূবনেশ্বর বিমানবন্দরের উ়ড়ান পরিষেবা বৃহস্পতিবার বিকেল থেকেই বন্ধ। বাতিল করা হয়েছে প্রায় সাড়ে পাঁচশো বিমান। এই অবস্থায় একমাত্র স্বাভাবিক থাকছে মেট্রো পরিষেবা।

বৃহস্পতিবারই মধ্যরাতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে আজ আর বাড়ি ফিরবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। নবান্নে থেকেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। নবান্নে সাংবিদদের সঙ্গেও কথা বলেন মমতা। সেখানেই তিনি ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতির কথা জানিয়েছেন। মমতা বলেন, নবান্নে সর্বক্ষেণের হেল্পলাইন নম্বর চালু থাকবে। হেল্পলাইন নম্বরগুলি হল- (033) 2214526 ও (033)1070। মমতা জানিয়েছেন বৃহস্পতিবার রতে তিনি নবান্নেই থাকবেন। সেখানে তিনি গোটা পরিস্থিতির ওপর নজর রাখবেন। মমতা বলেন, 'মানুষের জীবন হল সবচেয়ে দামী। মনুষের জীবন রক্ষা করতে হবে। স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে সেই কারণে। আমি আজ রাতে নবান্নেই থাবক। বিপর্যয় মোকাবিলা দফতরের সকলে কাজ করবেন।' তিনি জানিয়েছেন, আধিকারিকরাও নবান্নে রাতে থাকবেন। তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।