ভয়ঙ্কর মুহূর্ত! মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর। মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব। আচমকা বহিরাগতদের তাণ্ডবে পিছু হটে পুলিশ। আর জি কর হাসপাতাল চত্বর যেন যুদ্ধক্ষেত্র। মারধোর, ভাঙচুরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে।
কেঁচো খুঁড়তে গিয়ে ক্রমশ কেউটে বের হয়ে পড়ছে। সামনে আসল রাজ্যের আর আহমেদ ডেন্টাল কলেজের বিক্ষোভের ছবি। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।
ভিডিওতে দেখা যাচ্ছে রাজু নামে এক জুনিয়র চিকিৎসক তুমুল চিৎকার করছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। তাঁর দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বারিন রায়ের কাছে চিকিৎসা করান।
তিনি বলেন "আমি ওনাকেও বলেছিলাম, ওঁর নামে যদি কিছু করতে চান, করে দেব। আমরা ১০ লক্ষ টাকা তো দিতেই পারি। তবে তাঁর মা বলেছেন, আগে মেয়ের বিচার হোক, তারপর দেব। যারা কম্পেনসেশনের কথা বলছেন, তাদের জানিয়ে রাখি আমরা আগেই বলেছি।"
মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর, পরিস্থিতির জন্য মিডিয়াকেই দুষলেন পুলিশ কমিশনার। সাংবাদিকদের মুখোমুখি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 'গুজব রটানো হচ্ছে, কলকাতা পুলিশের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে'।
স্বাধীনতা দিবসে মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর। মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব। আচমকা বহিরাগতদের তাণ্ডবে পিছু হটে পুলিশ। আর জি কর হাসপাতাল চত্বর যেন যুদ্ধক্ষেত্র। মারধোর, ভাঙচুরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে।
এই ঘটনায় এবার সম্ভাব্য অভিযুক্তদের ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ। ওই অশান্তির ঘটনার ২৬টি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চেয়েছে পুলিশ।