সংক্ষিপ্ত
৪৮ ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। এর কারণে আগামী শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে খবর।
সাগরে ঘনীভূত হচ্ছে দুর্যোগ। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈকি হয়েছে। যে কারণে বুধবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপে তা পরিণত হতে পারে। তার জেরে ৪৮ ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। এর কারণে আগামী শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে খবর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর বতে পারে। এর প্রভাবে রাজ্যে হবে ঝড়বৃষ্টি। আগামী কয়েকদিন আকাশ থাকবে মেঘলা। মঙ্গলবর বৃষ্টি হতে পারে কালিম্পং এবং দার্জিলিং-এ। এদিকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের বারণ করা হয়েছে সমুদ্রে যেতে। আগামী দু দিন রাজ্যের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এখনই কড়া শীত পড়বে না। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পড়তে পারে শীত।
কয়েকদিন আগেই বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মেধিলি। গত ১৭ নভেম্বর উত্তর -পশ্চিম এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের থাকা ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকলে আছড়ে পড়ে। সে আবহেই আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে।
এদিকে কদিন ধরে কলকাতা ও লাগোয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। যে কারণে শীত এসে গিয়েছে বলে মনে করছেন অনেকে। তবে, শীত আসতে ডিসেম্বরের শুরুর সপ্তাহ বলে জানা গিয়েছে।
সোমবার থেকে গোটা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। যার জেরে আজ সারা দিন মেঘলা আকাশ থাকতে পারে। আজ কলকাতায় দিনের বেলায় চড়া রোদে শীতের অনুভূতি কম থাকবে। তবে, ভোরের বেলা ও সন্ধ্যায় তা বেশি অনুভূত হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
Darjeeling: শীতে দার্জিলিং বেড়াতে যাচ্ছেন? তৈরি থাকুন, দিতে হবে কর
'ভাইপো বলছে, আমাকে এক্ষুনি মুখ্যমন্ত্রী করতে হবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী