সংক্ষিপ্ত

বিলেত সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশের মাটিতে গিয়ে বাংলায় বিনিয়োগের জন্য ব্রিটিশ শিল্পপতিদের আমন্ত্রণ জানান তিনি। বাম জমানার জটিলতা কাটিয়ে বাংলা এখন দেশের মধ্যে বিনিয়োগের সেরা জায়গা। কেন বাংলায় (West Bengal News) বিনিয়োগ করবেন সে

Mamata Banerjee News: বিলেত সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশের মাটিতে গিয়ে বাংলায় বিনিয়োগের জন্য ব্রিটিশ শিল্পপতিদের আমন্ত্রণ জানান তিনি। বাম জমানার জটিলতা কাটিয়ে বাংলা এখন দেশের মধ্যে বিনিয়োগের সেরা জায়গা। কেন বাংলায় (West Bengal News) বিনিয়োগ করবেন সেই কারণ জানিয়েও ব্যাখা দিলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী (Mamata Banerjee)।

লন্ডনের শিল্পসভায় মুখ্যমন্ত্রী সে দেশের শিল্পপতিদের বেঙ্গল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ করেন (BGBS)। বলেন, ''লন্ডনকে আমি ভালোবাসি। কারণ এই দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের আবেগ, ঐতিহ্য। আপনারা ২০০ বছর ধরে ভারত শাসন করেছেন। তখন ব্রিটিশ ভারতের রাজধানী ছিলো কলকাতা (Calcutta)। সেই কারণে আপনারা সেখানে প্রচুর হেরিটেজ বিল্ডিং বানিয়েছেন। আমরা সেটা রোজ মনে করি।"'

মুখ্যমন্ত্রী আরও বলেন, ''আমাদের ছেলে-মেয়েরা লন্ডনকে ভালোবাসে বলে এখানে পড়াশোনা করতে আসে।'' এখানেই শেষ নয়, UK-এর শিল্পসম্মেলন সভা থেকে বাংলা যে ক্রিকেটকে ভালোবাসে সে কথাও মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ''সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের ব্রান্ড অ্যাম্বাসাডর। অক্সফোর্ডের অনুষ্ঠানে সে আসবে।''

ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সত্যম গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করে তিনি জানান, তাঁরা আমাদের খুবই সাহায্য করেন। লন্ডনের শিল্পপতি বন্ধুদেরও ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে শিল্পপতিদের সঙ্গে তাঁর, AI, আর্কিটেকচার, আর্টিফিশিয়াল হাব, সোলার এনার্জি, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে লন্ডন থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে কলকাতা টু লন্ডন সরাসরি ফ্লাইট চালু করার কথাও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''বাংলায় জ্বালানির অভাব নেই। বীরভূমে দেউচা পাচামি হচ্ছে। এর ফলে আরও বিনিয়োগের উৎসাহ বাড়বে।'' জঙ্গলমহলে কর্মসুন্দরি প্রকল্প থেকে বাংলায় ২৮০০ IT কোম্পানি এসেছে সে কথাও শিল্প সম্মেলনে জানাতে ভোলেননি মমতা। তিনি আরও জানান, বাংলায় আসল শিল্পের গেটওয়ে। সিনার্জি শুরুর বিষয়েও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দলের ৩৯ শতাংস নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে রয়েছে সে কথাও তুলে ধরেন তিনি। শুধু তাই নয়, বক্তব্যের শেষেও লন্ডনকে তিনবার ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল ব্রিটিশদের আর্কিটেকটার ও বড়বড় বিল্ডিংয়ের কথা। বিদেশের মাটিতে গিয়েও ভোলেননি তাঁর 'জয় বাংলা, জয় হিন্দ' স্লোগান দেওয়ার কথা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।