সংক্ষিপ্ত

চলতি সপ্তাহের প্রথম দিন থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

 

Weather News: আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলায়। এই কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে এসেছে। ১৯ এপ্রিল থেকে ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা অবশেষে গতি পেয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

দুই মেদিনীপুর, ও দুই ২৪ পরগনা, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিও। তাপপ্রবাহ কমতে শুরু করবে আজ থেকেই। স্বস্তির নিঃশ্বাস নেবে বাংলা। উত্তরবঙ্গে শনিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। বুধবার পর্যন্ত দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং, কোচবিহারে বৃষ্টি পড়বে। দিনভর ৪০ এর উপরে আর উঠবেনা কলকাতার আপমাত্রা। এই সপ্তাহ জুড়েই মোটামুটি ৩৫ থেকে ৩৮ এর মধ্যেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। মাটিফাঁটা গরম থেকেখানিকটা স্বস্তি মিলতে চলছে কলকাতা-সহ বাংলার মানুষের। কলকাতা-সহ বিভিন্ন জেলায় মাঝারি ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে সপ্তাহ-জুড়। দুই দিনাজপুর ও মালদায়ে আপাতত বৃষ্টি হবে না।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী শুক্রবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা হাওড়ার। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির কারণে সমুদ্রের পরিস্থিতি বিপদসংকূল হতে পারে। সেই কারণে আগামী ৬ ও ৭ মে অর্থাৎ সোম ও মঙ্গলবার মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গপোসগার থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন পরে তাপপ্রবাহের কবল থেকে মুক্তির খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস।