- Home
- West Bengal
- Kolkata
- সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই জেলাগুলো, জারি কমলা সতর্কতা
সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই জেলাগুলো, জারি কমলা সতর্কতা
- FB
- TW
- Linkdin
ঘন কালো মেঘ আর ঝোড়ো বাতাসে যেন প্রাণের পরশ ফিরে পেয়েছে দগ্ধ কলকাতা। রবিবার বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ। তবে কমেনি তাপমাত্রা।
আগামী ২৪ ঘন্টা ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও। থাকছে বজ্রপাতের আশঙ্কাও।
তবে সোমবার থেকেই বড় বদল হবে দক্ষিণের আবহাওয়ায়। তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। জুলাই মাসের শুরু থেকেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আরও বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতাও। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েকদিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে।
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলায়। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
অন্যদিকে সোমবার থেকে তাপমাত্রা বাড়লেও আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। গরমে হাঁসফাঁস না হলেও, ঘাম সমস্যা থাকবে।
হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প অবস্থান করছে। তার জেরে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং এবং দার্জিলিঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে।
লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামবে। তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাবে।