সংক্ষিপ্ত
১ নভেন্বর ভোর থেকেই মেঘমুক্ত আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না, আগামী কয়েদিন মূলত শুষ্কই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
নভেম্বরের প্রথম দিনেই শীতের আমেজ শহর জুড়ে। ভোর থেকেই ঘন কুয়াশার পাশাপাশি মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সঙ্গে হেমন্তের মিষ্টি ছোঁয়ায় শীতের আমেজ যেন আরও ঘল হয়েছে। ঠিক জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে সে বিষয় এখনও স্পষ্টভাবে না জানা গেলেও অক্টোবরের শেষ থেকেই হাওয়াবদলের আভাস পাওয়া গিয়েছিল। ১ নভেন্বর ভোর থেকেই মেঘমুক্ত আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না, আগামী কয়েদিন মূলত শুষ্কই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামীকাল থেকেই ফের মেঘলা আকাশ থাকবে শহরজুড়ে। আগামী বেশ কিছুদিনও শহর ও শহরতলীতে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বরং চলতি সপ্তাহে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজকের আবহাওয়া
গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে শহর ও রাজ্যের বিভিন্ন জেলায়। রাতের ও ভোরের তাপমাত্রা ঠেকছে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিনে আরও কমতে নামতে পারে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা অনেকটাই কম। ১ নভেম্বর শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৮ শতাংশ। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ভোর থেকেই কুয়াশায় ঢাকছে রাস্তাঘাট। অর্থাৎ, একেবারে অক্টোবরের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় হেমন্তের ছোঁয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গেও তাপমাত্রা একইরকম চলবে বলে জানানো হয়েছে।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।