সংক্ষিপ্ত
কলকাতায় দিনের বেলা ভ্যাপসা গরম থাকলেও জেলায় জেলায় এখনও কিছুদিন হালকা শীতের ভাব থাকবে।
বঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় শীতের। সপ্তাহের শুরু থেকেই ঊর্ধমূখী ভোরের তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকেই ভ্যাপসা গরমে ঘুম ভাঙল শহরবাসীর। সোমবার থেকেই বাড়ছিল বঙ্গে তাপমাত্রা। মঙ্গলবার কমেছে কুয়াশার প্রভাবও। সকাল থেকেই পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রাও। তবে ভোরে ও সন্ধ্যায় পরিবেশ বেশ মনোরম পরিবেশ থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাহাড়ে। কলকাতায় দিনের বেলা ভ্যাপসা গরম থাকলেও জেলায় জেলায় এখনও কিছুদিন হালকা শীতের ভাব থাকবে।
মঙ্গল সকাল থেকেই ঊর্ধ্বমূখী শহরের তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় দু'ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরম সম্ভাবনা নেই। আজ সকাল থেকেই কমেছে কুয়াশার প্রভাবও। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই মাত্রা অবশ্য স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশির দিকেই থাকবে। বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রার পারদ একেবারে ৩২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে শিলিগুড়ি এবং বাঁকুড়ায়। তবে, সোমবার যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, তা হল, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের আধিক্য। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে প্রায় ৯৪ শতাংশ। ফলত, প্রায় সারা দিন জুড়েই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।