সংক্ষিপ্ত
বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় কার্যত শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। ফলত গরমের পাশাপাশি রুক্ষতা জনিত কারণে বাড়ছে অস্বস্তিও।
বঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগমন অব্যহত। উষ্ণতম ফেব্রুয়ারির পর কাঠফাটা গরমের মধ্যেই কাটল দোল। মার্চ মাসের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ। দোলে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় অব্যহত গরমের দাপট। দোলের পরের দিনও কোনও পরিবর্তন নেই আবহাওয়ায়। সকাল থেকে কুয়াশামুক্ত পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে কাঠফাটা রোদের দাপটও। পাশাপাশি বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় কার্যত শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। ফলত গরমের পাশাপাশি রুক্ষতা জনিত কারণে বাড়ছে অস্বস্তিও। চলতি সপ্তাহে তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। বরং তাপমাত্রা আরও বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উল্লেখ্য গতকালের তুলনায় আজ আরও সামান্য বেড়েছে শহরের তাপমাত্রা।
দোলের পরের দিনও অব্যহত গরম। আজ ৮ মার্চ বুধবার গতকালের তুলনায় আরও একটু বেড়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিহ্রি বেশি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। আজ সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় এই মুহূর্তে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার ৬৮ শতাংশ। ফলে বাতাসে রুক্ষতা অনুভূত হচ্ছে। শুষ্ক আবহাওয়ার জেরে আরও বাড়ছে অস্বস্তি। অন্যদিকে রবিবার থেকেই বেড়েছে পাহাড়ের তাপমাত্রাও। রবিবার পাহাড়ের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ১৭.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। কালিম্পং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
প্রসঙ্গত, এবার কাঠফাটা গরমেই দোল কাটল বঙ্গবাসীর। গতকালও ঊর্ধ্বমূখী ছিল তপমাত্রার পারদ। ৭ মার্চ মঙ্গলবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। দক্ষিণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়া একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিন এবং রাত, কোনও তাপমাত্রারই খুব-একটা হেরফের হবে না।
আরও পড়ুন -
বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই বেড়ে গেল কলকাতার তাপমাত্রা, দোলের দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?
মঙ্গলবার কি জ্বালানির দামে হেরফের, নাকি আপাতত স্থিতিশীল রইল দর? চোখ রাখুন লেটেস্ট আপডেটে
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের H3N2 সংক্রমণের মারাত্মক ঝুঁকি রয়েছে- স্বাস্থ্য মন্ত্রক