সংক্ষিপ্ত

কালীপুজোয় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর। তবে আগামী সপ্তাহের মাঝমাঝি সময় তাপমাত্রা কিছুটা বাড়তে।

কালীপুজোয় বঙ্গজুড়ে মনোরম আবহাওয়া। বেশ কয়েকদিন ধরেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ বঙ্গে। আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির। শুধু তাই নয়, কালীপুজোয় হালকা শীতের আমেজে থাকছে কলকাতা-সহ জেলাগুলিতে। ভোর থেকেই ঘন কুয়াশার পাশাপাশি বাতাসে হিমেল পরশ। অন্যদিকে আকাশ পরিষ্কার থাকায় হু হু করে নেমে যাচ্ছে রাতের তাপমাত্রা। আগামী বেশ কয়েকদিন বঙ্গজুড়ে মনোরম আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কালীপুজোয় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর। তবে আগামী সপ্তাহের মাঝমাঝি সময় তাপমাত্রা কিছুটা বাড়তে। তবে এক্ষুনি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আলিপুর জানাচ্ছে আপাতত বঙ্গোপসাগরে কোনও ঝঞ্ঝার উপস্থিতি নেই। ফলত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ারও কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকায় তাপমাত্রার পারদও বেশ নিম্নমুখী। আগামী এক-দু দিনে শহরের তাপমাত্রার পারদ ২১ ডিগ্রিতে নামতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮০ শতাংশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গত কয়েকদিন ধরেই রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমে যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, উভয় বঙ্গেই একই আবহাওয়া দেখা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা কমে যাওয়ার পর শুক্র ও শনিবার পর্যন্ত একই আবহাওয়া চলবে বলে জানিয়েছিল হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াও আপাতত মনোরম। ঝড়-বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি, সর্বোচ্চ ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আগামি ৫ দিন পর্যন্ত উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও বড় রকমের হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।