সাধারণত মাধ্যমিকের ফল প্রকাশের দিনই পরের বছরের পরীক্ষা কবে হবে, তা জানানো হয়। কিন্তু, এই বছর তার ব্যতিক্রম ঘটল। মধ্যশিক্ষা পর্ষদ থেকে বলা হয়েছে, করোনা মহামারির কারণে এখন সবটাই অনিশ্চিত। তাই এই বছর পরের বছরের পরী৭ার দিন জানানো হল না।
- Home
- West Bengal
- West Bengal News
- মাধ্যমিক রেজাল্ট LIVE, সাফল্যের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, মেধাতালিকায় সংখ্যালঘু কলকাতা
মাধ্যমিক রেজাল্ট LIVE, সাফল্যের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, মেধাতালিকায় সংখ্যালঘু কলকাতা
বুধবারই আসছে ২০২০ সালের মাধ্যমিকের ফল। সকাল ১০টায় প্রকাশ করা হবে ফল। তারপর থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। জেনে নিন প্রতি মুহূর্তের লাইভ আপডেট।
- FB
- TW
- Linkdin
প্রথম ১০টি স্থানের মেধাতালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে মোট ৮৪ জনের নাম রয়েছে। পশ্চিমবঙ্গের বাকি সব জেলা থেকে প্রতিনিধিত্ব থাকলেও, নেই কলকাতার একজনও।
এখনও অবধি প্রকাশিত মেধাতালিকায় জয়জয়কার জেলারই। কলকাতা এই ক্ষেত্রে গত কয়েক বছরের মতোই পিছিয়ে পড়েছে।
চতুর্থ হয়েছেন বীরভূমের অগ্নীভ সাহা।
সৌম্য পাঠক, দেবস্মিতা মহাপাত্র ও অরিত্র মাইতি হয়েছেন তৃতীয়।
বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভীক দাস।
প্রথম হলেন বর্ধমানের মেমারি বিদ্য়াসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল। তিনি পেয়েছেন ৭০০ নম্বরের মধ্যে ৬৯৪।
উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৮,৩৯,৩০৫ জন। পাসের হার ৮৬.৩৪ শতাংশ
পূর্ব মেদিনীপুর জেলার পর সাফল্যের হারে এগিয়ে আছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। তারপরে আছে দুই ২৪ পরগনা।
মাধ্যমিকে সাফল্যের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলার সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ
এই বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১০৩৬৬৬ জন। এর মধ্যে ছাত্র ৪,৩৭,৯৯৮ জন এবং ছাত্রী ৫,৬৫,৬৬৮ জন। ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি।
মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ১৩৯ দিনের মাতায় প্রকাশ হচ্চে ফল...