সংক্ষিপ্ত

  • প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
  • ৬৭ বছর বয়সে জীবনাবসান
  • দিল্লির এইমসে প্রয়াত সুষমা
  • প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
     

বিজেপি-র যে কয়েকজন নেতানেত্রীর সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সুষমা স্বরাজ। স্বভাবতই প্রাক্তন বিদেশমন্ত্রীর আচমকা মৃত্যু সংবাদে স্তম্ভিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুষমা স্বরাজের সঙ্গে প্রায় তিন দশকের সম্পর্কের কথা মনে করে শোকবার্তায় প্রাক্তন বিদেশমন্ত্রীকে একজন অসাধারণ রাজনীতিক এবং মানুষ হিসেবে ব্যাখ্যা করলেন মমতা। 

আরও পড়ুন- 'এই দিনটি দেখার অপেক্ষাতেই ছিলাম', মোদীকে ধন্যবাদ জানিয়েই চিরঘুমে সুষমা

আরও পড়ুন- চলে গেলেন মানুষের আত্মার বন্ধনে বন্ধিত সুষমা, দেশজুড়ে শোকের আবহ

সুষমা স্বরাজের মৃত্যুসংবাদ পেয়ে টুইটারে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, 'সুষমা স্বরাজজির আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত এবং স্তম্ভিত। ১৯৯০-এর দশক থেকে আমি তাঁকে চিনতাম। আমাদের মতাদর্শ আলাদা হলেও সংসদে অনেক ভাল সময় একসঙ্গে কাটিয়েছি। একজন অসাধারণ রাজনীতিক, নেত্রী এবং ভাল মানুষ ছিলেন তিনি। তাঁরে আমরা মিস করব। তাঁর পরিবার এবং গুণমুগ্ধদের আমার সমবেদনা জানাই।'

 

 

দীর্ঘ দিন কিডনির সমস্যায় ভুগতে থাকা সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৬৭ বছর বয়সে জীবনাবসান হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর।