সংক্ষিপ্ত

  • নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে 
  • বাড়ির পিছনে আচমকা ব্রজপাত
  • বেঘেরো প্রাণ গেল যুবকের 
  • শোকের ছায়া নদিয়ার মায়াপুরে

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া:  সাগরে গভীর নিম্নচাপ, গত কয়েক দিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। বজ্রাঘাতে ফের বেঘোরে প্রাণ গেল এক যুবকের। এবার ঘটনাস্থল, নদিয়ার মায়াপুর।

আরও পড়ুন: পণের দাবিতে শ্বশুরবাড়িতে 'অত্যাচার', বিয়ের দেড় বছরের মাথায় আত্মঘাতী বধূ

মৃতের বাম নূর হোসেন শেখ। বাড়ি, মায়াপুরের বামুনপুকুর ২ নম্বর পঞ্চায়েতের পূর্ব মুসলিমপাড়া গ্রামে। পেশায় তিনি ছিলেন দিনমজুর। পরিবারের লোকেরা জানিয়েছেন, শনিবার সকাল মায়াপুরের ইস্কন মন্দিরে কাজ করতে গিয়েছিলেন নূর। বাড়ি ফেরেন দুপুরে। বাড়ির পিছনের পাটকাটি শুকোতে দেওয়া হয়েছিল। বৃষ্টি আসছে দেখে যখন পাটকাঠি তুলতে যান, তখন আচমকাই বাজ পড়ে। বজ্রাঘাতে গুরুতর আহত হন নূর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা নূর হোসেন শেখকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

আরও পড়ুন: চা-চক্রের আগেই বিজেপির মঞ্চ ভাঙচুর, নিমতায় কাঠগড়ায় তৃণমূল

প্রাকৃতিক খামখেয়ালিপনায়  ঋতুচক্র তালগোল পাকিয়ে গিয়েছে। স্রেফ বর্ষাকালেই নয়, নিম্নচাপের জেরে এখন বৃষ্টি চলে বছরভর। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রাঘাতে প্রাণহানির ঘটনাও।  কয়েক মাস আগেই মুর্শিদাবাদের বজ্রপাতে প্রাণ হারান মহিলা-সহ ৬ জন। গুরুতর আহত হন আরও দু'জন। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নদিয়ার।