সংক্ষিপ্ত

  • বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি 
  • বোমাবাজিতে আহত হয়েছেন একজন
  • এলাকার দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ
  • ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী 

বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক হিংসার ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রবিবার রাতে সেরকমই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার জগদ্দল এলাকা। ব্যাপক বোমাবাজিতে আতঙ্ক ছড়ায় এলাকায়। দোকান, বাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। দুটি দলের সংঘর্ষে আতঙ্কে এলাকাবাসী। 

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি হয়। আহত হয়েছেন একজন। এলাকার দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কারোর নাম জানাতে চাইছেন না। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী এসে বোমাবাজি করে। ইঁট ছুঁড়ে দোকান ভাঙচুর করে। বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। 

এমনকী দুষ্কৃতীরা দুটি বাইকে ভাঙচুক চালায়, সিসিটিভিতে ভাঙচুর করে। ২০ হাজার টাকা তোলা দাবি করে। দিনের পর দিন এই ধরণের ঘটনা ঘটতে থাকায় নিরাপত্তার অভাব বোধ করছেন মানুষ। রাতেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ বর্মা। 

তিনি বলেন এলাকার দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ হয়। একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু করেছে পুলিশ।