সংক্ষিপ্ত

  • বাড়ির গুদামে গোডাউনে আগুন লেগে বিপত্তি
  • ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত গুদাম ঘর
  • জনবসতিপূর্ণ এলাকায় আগুন লেগে আতঙ্ক
  • আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল অশোকনগর কল্য়াণগড় বাজারে। এদিন মাঝরাতে বাজারের একটি দোকানের গোডাউনে আগুন লাগে। দোকানের মালিক আগুন দেখে এলাকার সবাইকে খবর দেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে খবর. কল্যাণগড় বাজার এলাকার বাসিন্দা দীপক পালের দোতলা বাড়ির গোডাউনে এদিন রাতে আগুন লাগে। দোতলায় ছাদের একটি ঘরে মিষ্টির প্যাকেট রাকা ছিল। আচমকা তিনি দেখেন বিদ্যুতের মেইন সুইচে আগুন লেগে পুড়ে যায়। এরপরই বাড়ির ছাদে আগুন বেরোতে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানতে পেরে প্রথমে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে প্রায় কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে আগুন লাগার কারনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সঠিক সময়ে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় ক্ষতির আশঙ্কা রক্ষা। জানালেন এলাকার বাসিন্দারা। দমকল বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।