ইতিহাসের ছোঁয়া গৌড়ের পরতে পরতেএখন ধবংস স্তুপে পরিনত বল্লাল বাটীপুরাতত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় এই ঢিপির সন্ধান পানইতিহাসের সেই পীঠস্থান থেকে এই প্রতিবেদন ো
ইতিহাসেরছোঁয়ামালদহতথাগৌড়েরপরতেপরতে।মসজিদপর্বদেখাশেষহওয়ারপরএবারআমরাসেনবংশেররাজাবল্লালসেনেরবাটিবাঢিপিরউদ্দেশ্যেযাত্রাশুরুকরলাম।আঁকাবাঁকামাটিররাস্তায়দুধারেআমবাগানকেরেখেগাড়িনিয়েএগিয়েচলা।অবশেষেগাড়িএসেথামলবল্লালসেনবাটিরসেইধ্বংসস্তুপেরসামনে।একটাদায়সারাপরিচিতিবোর্ড, নেইকোনওপ্রহরাঅতিসহজেইঢিপিরউপরউঠেপর্যটকদেররীতিমতোফটোশেসনচলছে।
বাইশগজীদেওয়ালথেকেআমবাগানেরমাঝখানদিয়েবাঁদিকেমাটিররাস্তাচলেগিয়েছে।বাঁদিকেকিছুদূরহেঁটেযাওয়ারপরদেখলামঅস্পষ্টএকবোর্ডেলেখা ‘বল্লালবাটি’।এটাযেমাটিখুঁড়েপাওয়াগিয়েছেসেটাস্পষ্টইবোঝাযায়।কারণআমরাউপরথেকেনীচেরদিকেদেখছি।নামশুনেবোঝাযাচ্ছেএটাইহয়তোসেনরাজবল্লালসেনেরভবনছিল।
অন্যান্যজায়গায়কিন্তুনীলবোর্ডেছোটোকরেএকটাইতিহাসলেখাপেয়েছি।কিন্তুএখানেতেমনকিছুইনেই।পুরাতত্ববিদবিমলবন্দোপাধ্যায়একটিমাটিরঢিবিখুঁড়েবারকরেনএইবল্লালবাটি।এটাআদৌবল্লালসেনেরতৈরিকিনাসেটানিয়েবেশবড়োপ্রশ্ন।তবেইতিহাসঅনুযায়ীধরেনেওয়াহয়েছেযেএটিআসলেবল্লালসেনইবানিয়েছিলেনআরসুলতানবারবকশাহএটাসংস্করণকরেনবাপ্রথমথেকেআবারকরেতৈরিকরেন।
সামনেদিয়েইবয়েযেতগঙ্গা।ভেতরেবাগানছিল, পুকুরছিল।বাইশগজীপাঁচিলদিয়েঘেরাছিল।প্রাসাদটিগোলইঁটেরস্তম্ভেরউপরছিল।বড়োবড়োগোলগোলইটেরস্তম্ভগুলোএখনওআছে।স্থানীয়রাবলল, ওইস্তম্ভেরমাঝেযেবড়োফুটো, তারমধ্যেবসানোহতশালকাঠেরগুঁড়ি।তারউপরপ্রাসাদ।প্রাসাদআরনেই, স্তম্ভগুলোআছে।
প্রাসাদেরঅস্তিত্বআজবিলীন, স্থানীয়একবাসিন্দারসঙ্গেকথাবলেজানাগেলদেদারেইঁটচুরিহচ্ছে, প্রশাসনেরহুঁশনেই।আমবাগানেরজন্যমাটিখুঁড়তেগিয়েনাকিএইঢিপিরসন্ধানমেলে।মতান্তরেপুরাতত্ত্ববিদবিমলবন্দ্যোপাধ্যায়এইঢিপিরসন্ধানপান।
