সংক্ষিপ্ত

পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের হত্যার ঘটনায় শম্ভু পণ্ডিত নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে এদিন বারাকপুর থানা থেকে বের করে পেশ করা হয় বারাকপুর মহকুমা আদালতে।

উত্তর ২৪ পরগণার (North 24 Pargana) পানিহাটিতে (Panihati) তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে (TMC Councilor Anupam Dutta) খুনের ঘটনায় প্রথমে দুই সন্দেহভাজনকে আটক (Detain) করা হলেও, পরে একজন গ্রেফতার (Arrest) করে খড়দহ থানার পুলিশ। রবিবার নিজের এলাকার একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন অনুপম দত্ত। ঠিক সেই সময় মোট ৪ জন দুষ্কৃতী বাইকে করে তাঁর সামনে গিয়ে দাঁড়ায়। এরপর তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গুলি চালানোর পরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। সেই এলাকায় থাকা সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। সূত্রের খবর, রবিবার সকালেই অনুপম তাঁর বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলেন। সেই সময় তিনি তাঁর বন্ধুদের নিজের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু কে, কারা করতে পারে এই কাজ তার কোনও উল্লেখ করেননি। 

এই ঘটনার প্রেক্ষিতে ফিরহাদ হাকিম জানান, কাউন্সিলররা বেআইনি কাজ বাধা দেয় তাই যারা বেআইনি কাজ করে তাদের আক্রোশ পড়ে কাউন্সিলরদের ওপর। সেই আক্রোশ মেটাতে গিয়েই খুন করা হয়েছে অনুপম দত্তকে। পানিহাটি হত্যা কান্ডের পরিপ্রেক্ষিতে ফিরহাদ আরও জানান, "কে করেছে এখনই বলতে চাই না। পুলিশের কাজ গ্রেফতার যে হয়েছে তাকে দিয়ে মোটিভ অফ মার্ডার খুঁজে বের করা"।

এর আগেও পৌরপ্রতিনিধিদের উপর আক্রমণের ঘটনার সাক্ষী রয়েছে পশ্চিমবঙ্গ। সেই প্রসঙ্গের উল্লেখ করে ফিরহাদ বলেন কাউন্সিলরদের উপর অ্যাটাক হয়েছে কারণ কাউন্সিলররা বেআইনি কাজ বাধা দেয়। আর তাতেই যারা বেআইনি কাজ করে তাদের আক্রোশ গিয়ে পড়ে কাউন্সিলরদের উপর।

এদিকে, পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের হত্যার ঘটনায় শম্ভু পণ্ডিত নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে এদিন বারাকপুর থানা থেকে বের করে পেশ করা হয় বারাকপুর মহকুমা আদালতে।