- আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার
- জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর
- মিলেছে কারবাইন-এর মতো মারাত্বক অস্ত্র
- সরকারি অস্ত্রাগারের অস্ত্র পাওয়া গেছে দুষ্কৃতীদের হাতে
আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার । জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর । গ্রেফতার দুই দুষ্কৃতী। এবারও মিলেছে কারবাইন এর মতো মারাত্বক অস্ত্র । তাও আবার একসঙ্গে দুটো । সঙ্গে মা স্কেট , দোনলা ও এক নলা বন্দুক , নাইন এম এম , সেভেন এম এম , পিস্তল , সব মিলিয়ে ১৯ টি আগ্নেয়াস্ত্র । আর গুলি প্রায় ১০০ রাউন্ড । ঠিক তিনমাস আগে ২৫ আগস্ট রবীন্দ্রনগরের কুখ্যাত ডন টোটন বিশ্বাস ও তার দুই সাগরেদকে গ্রেফতার করেছিল চন্দন নগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । সেদিনও তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি কারবাইন সহ একাধিক অস্ত্র ও গুলি ।
এদিন চুচূড়ায় নিজের অফিসে এক সাংবাদিক সন্মেলন করে সিপি চন্দননগর হুমায়ুন কবীর জানান , চুচূড়া রবীন্দ্রনগরে টোটোন ও তার দলবল সমান্তরাল প্রশাসন চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল। আমি এখানে আসার পরই জানিয়েছিলাম, এটা আমি বন্ধ করব। পাশাপাশি রবীন্দ্রনগর সন্ত্রাস মুক্ত করব । তারপর থেকেই ওই এলাকায় আমাদের অফিসারেরা লাগাতার রেইড করছিলেন । টোটোনের গ্রুপের অন্যতম সদস্য ছিল প্রসেনজিৎ সাহা ওরফে ন্যাপা। সেও একজন কুখ্যাত সমাজ বিরোধী । আর তার সাগরেদ মিলন সিং , দুজনকেই গ্রেফতার করে তাদের জেরা করে রবীন্দ্রনগর এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে ।
হুমায়ুন কবীর জানান , আজ পর্যন্ত রবীন্দ্রনগর এলাকা থেকে মোট ৪০ টি অস্ত্র উদ্ধার হয়েছে। গুলি পাওয়া গেছে প্রায় ৬৫০ রাউন্ড। আর টোটোনের গ্যাং এর মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে । আরও কিছু ছেলে আছে, তারা বাংলাদেশে পালিয়ে গেছে, আমরা নজর রাখছি , এখানে এলেই ধরব । আরও কিছু অস্ত্র আসছে রবীন্দ্রনগরে। সেগুলো উদ্ধারের জন্য লাগাতার রেইড চলবে । কিন্তু কারবাইন এলো কোথা থেকে ? সিপি র বক্তব্য একটি কারবাইন অরিজিনাল , গান ফ্যক্টরি থেকে বেরিয়েছে । এছাড়া বেশ কিছু অস্ত্র আসল । আবার কিছু বিহারের মুঙ্গেরে তৈরি । আসল অস্ত্র গুলি কী করে অস্ত্র কারখানা থেকে বাইরে এলো এটা নিয়ে আমরা প্রয়োজনে সিআইডি র সাহায্য নেব ।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 25, 2019, 4:18 PM IST