সংক্ষিপ্ত
- অর্জুন সিং এর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী
- বিজেপির সাংসদ ওই মূহুর্তে বাড়িতে ছিলেন না
- তাই ভেতরে ঢুকতে বাধা দেয় সিআইএসএফ
- দুর্নীতির মামলায় গ্রেফতার হয় অর্জুনের ভাইপো
পুরোনো মামলায় তল্লাশি চালাবার অর্ডার নিয়ে বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী। সাংসদ ওই মূহুর্তে বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে আসেন তিনি। সেকারনে বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয় সিআইএসএফ।
আরও পড়ুন, 'রাজ্যে নারী নিরাপত্তা নেই', ভোটের আগে সরব জাতীয় মহিলা কমিশন
বিজেপি সাংসদের অনুপস্থিতিতেই তুমুল তল্লাশি
শনিবার রাতে আচমকাই বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়িতে হানা দেয় ব্যারাকপুর কমিশনারেটের অফিসারেরা। শুরু হয় ব্যপক তল্লাশি। সেসময় বাড়ি ছিলেন না অর্জুন সিং। পরে খবর পেয়ে দ্রুত ঘরে ফিরে আসেন। অর্জুন সিং এই তল্লাশির বিরোধিতা করে বলেন, 'এই বীজুপুরেই একজন খুন হয়েছে। ৬ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। সেই অপরাধে যুক্ত আছে যারা, তাঁদের না ধরে আমার বাড়ি পৌঁছেছে পুলিশ। তাও আবার যেটা জানুযারি মাসের উইথড্র কেস, সেই কেসে আমি বাড়িতে না থাকা কালীন তল্লাশী চালিয়েছে পুলিশ। আমি পরিবার নিয়ে থাকি,সেখানে ওরা সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হয়েছে আমাদের বাড়ি।'
আরও পড়ুন, '১০ বছরে কী কী পেল মেয়েরা, জানাও' ফলাও করে, মহিলা ভোটকে লক্ষ্য করে জিততে মরিয়া তৃণমূল
দুর্নীতির মামলায় গ্রেফতার
প্রসঙ্গত, কয়েকমাস আগে অর্জুন সিং-এর ভাইপো সঞ্জিতকেও ভাটপাড়া সমবায় ব্যাঙ্ক দুর্নীতির মামলায় গ্রেফতার করে পুলিশ। কমিশনারেট সূত্রে খবর, ব্যাঙ্ক জালিয়াতি করে ১১ কোটি ৬০ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখেছিলেন অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত।