সংক্ষিপ্ত

শিক্ষক দিবসে সেরা বিদ‍্যালয়ের পুরস্কারে সম্মান। সম্মান পাচ্ছে অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ‍্যাপীঠ।

৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। শিক্ষক দিবসে সেরা বিদ‍্যালয়ের পুরস্কার (best school) পাচ্ছে পুরুলিয়ার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ‍্যাপীঠ (Purulia Ramakrishna Mission Vidyapeeth)। 

এই স্কুলের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরুপানন্দ মহারাজ জানালেন রাজ‍্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই সম্মান পাচ্ছে তাঁদের স্কুল। এ বছর সেরা বিদ‍্যালয়ের সন্মানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ‍্যাপীঠের নাম ঘোষনা করায় তাঁরা সম্মানিত। 

স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষক, অশিক্ষক কর্মী, ছাত্র, অভিভাবক সকলেই খুশি। সকলের উদ্দেশ্যে জ্ঞানরুপানন্দ মহারাজ বার্তা দিলেন দীর্ঘ করোনা অতিমারির কারনে ছাত্র ও শিক্ষকদের মধ‍্যে একটা দৈহিক দুরত্ব হয়েছে। তা অতিক্রম করে শিক্ষকরা ছাত্রদের কাছে যত বেশি পৌঁছাতে পারবেন, তত বেশি শিক্ষার প্রসার ঘটাতে সক্ষম হবেন।