সংক্ষিপ্ত

  • ৫৭ বছরের পুজো
  • থিম 'ইচ্ছে পূরণ'
  • বাজেট ১৪ লক্ষ টাকা
  • লোহার নানা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ

এক বছর পর মর্তে আসছেন উমা। তাকে স্বাগত জানাতে  রইরই অবস্থা বারোয়ারি থেকে বাড়ির পুজো , সব খানেই।  শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লেগেছ থিমের হাওয়া। হাওড়া সালকিয়ার মাতৃ সংঘে দেবীকে বরণের জন্য চলছে জোর প্রস্তুতি। 

হাওড়ার জেলার বড় পুজোগুলির মধ্যে অনত্যম সালকিয়ার মাতৃ সংঘের পুজো। এবার ৫৭ বছরে পা দিল এই পুজো।  ২০১৯ সালে তাদের থিম 'ইচ্ছে পূরণ'।  প্রতিটি মেয়ের মনের ইচ্ছেই যাতে উমা পূরণ করেন সেই প্রার্থনা নিয়েই চলছে পুজো প্রস্তুতি। লোহার নানা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। 

পুজোর পাশাপাশি নানা সামাজিক কাজের সঙ্গেও যুক্ত সালকিয়া মাতৃ সংঘের উদ্যোক্তারা। এবারও সবুজায়নের বার্তা দিতে পুজোর সময় বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে উদ্যোক্তাদের।
tag