১২৫১০ ডাউন গুয়াহাটি–ব্যাঙ্গালোর সুপার ফার্স্ট এক্সপ্রেস ট্রেন ধরে কাজের জন্য ওই ৯ জন নাবালক তামিলনাড়ুতে যাচ্ছিল। মালদহ থেকে তারা এস ওয়ান সংরক্ষিত কামরায় উঠেছিল। 

ভিন রাজ্যে (Another State) কাজ করতে যাওয়ার আগেই ট্রেন (Train) থেকে নামানো হল ৯ জন নাবালককে (Minors)। বীরভূমের (Birbhum) রামপুরহাট জিআরপি (Rampurhat GRP) তাদের চাইল্ড লাইনের (Childline) হাতে তুলে দিয়েছে। এরপর আইন মেনে ওই ৯ জন নাবালককে তাদের পরিবারের (Family) হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। 

জানা গিয়েছে, ১২৫১০ ডাউন গুয়াহাটি–ব্যাঙ্গালোর সুপার ফার্স্ট এক্সপ্রেস (Guwahati–Bengaluru Superfast Express) ট্রেন ধরে কাজের জন্য ওই ৯ জন নাবালক তামিলনাড়ুতে (Tamil Nadu) যাচ্ছিল। মালদহ থেকে তারা এস ওয়ান সংরক্ষিত কামরায় উঠেছিল। তাদের মধ্যে সাত জনের বাড়ি মালদহের কালিয়াচকে। আর বাকি দু'জন মালদহের মুথাবাড়ি এলাকার বাসিন্দা। বিষয়টি প্রথমে চাইল্ড লাইনের নজরে আসে। তখন তারা রামপুরহাট জিআরপি-র সঙ্গে যোগাযোগ করে। এরপরেই রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ রামপুরহাট জিআরপি তাদের ট্রেন থেকে নামায়। এই ঘটনা প্রসঙ্গে জিআরপি-র সাব ইন্সপেক্টর আবুল ফজল বলেন, “আমরা চাইল্ড লাইনের মাধ্যমে প্রথমে খবরটি পেয়েছিলাম। জানতে পারি যে গুয়াহাটি ব্যাঙ্গালোর সুপার ফার্স্ট এক্সপ্রেস ট্রেনে মালদহ থেকে কয়েকজন নাবালক উঠেছে। যাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। চাইল্ড লাইন আমাদের সাহায্য চায়। এরপর আমরা তাদের সঙ্গে নিয়ে ট্রেন থেকে ওই ৯ জন নাবালককে রামপুরহাট স্টেশনে নামিয়ে দিই। তারপর কাগজপত্র তৈরি করে তা চাইল্ড লাইনের হাতে তুলে দিই। তবে ওই ৯ জন নাবালক স্বীকার করেছে তারা স্বেচ্ছায় তামিলনাড়ুতে যাচ্ছিল সেলাইয়ের কাজ করতে। কেউ তাদের জোর করে সেখানে নিয়ে যাচ্ছিল না।”

আরও পড়ুন- ৩ দিন পর মিলল খোঁজ, চা-বাগান থেকে উদ্ধার জয়গাঁ থানার এএসআই-এর দেহ