সংক্ষিপ্ত

চালু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন প্রকল্পটিকে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা

সন্তানদের পড়াশোনার খরচের চাপ আর পড়বে না বাবা-মা'দের উপর

 

৩০ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নির্বাচনের আগেই এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ জুন, বৃহস্পতিবার এই প্রকল্পটিকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মূলত, সন্তানদের পড়াশোনার খরচের চাপ যাতে বাবা-মা'দের উপর না পড়ে, তার লক্ষ্যেই এই শিক্ষার্থী ঋণ গ্রহণের প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্য়মন্ত্রী জানান, এই প্রকল্পের অধীনে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, গবেষণার জন্য শিক্ষার্থীরা ঋণ গ্রহণ করতে পারেন। ভারতে বা বিদেশে প্রতিষ্ঠিত কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ঋণ নেওয়া যাবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীরা চাকরি পাওয়ার আগে পর্যন্ত যাতে এই ঋণ নিতে পারেন সেই দিকে নজর দেওয়া হয়েছে।

একই সঙ্গে এই ঋণ শোধ করার ক্ষেত্রেও চাপটা অনেক কম। ঋণ গ্রহণের পরবর্তী ১৫ বছরের মধ্যে সফট লোনের মাধ্যমে ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই বিষয়ে আবেদন ও অন্যান্য সব প্রক্রিয়া অনলাইনেই করা যাবে।