সংক্ষিপ্ত

হাওড়ার শিবপুরের এক অভিজাত আবাসনের নিচে একটি গাড়ি থেকে প্রথমে ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। তারপর দ্বিতীয় দফায় ফের একবার হাওড়ার মন্দিরতলার আর এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। 

গত কয়েক মাসে রাজ্যে টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। কখনও অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কখনও আবার গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। কয়েক মাসের ব্যবধানের মধ্যেই ফের একবার কোটি কোটি টাকা উদ্ধার হল হাওড়ার দুই ব্যবসায়ীর বাড়ি থেকে। তদন্ত যত এগোচ্ছে উত্তোরোত্তর বাড়ছে পান্ডে ব্রাদার্সের সম্পত্তির পরিমাণ। এই বিপুল টাকার উৎস কী? 

হাওড়ার শিবপুরের এক অভিজাত আবাসনের নিচে একটি গাড়ি থেকে প্রথমে ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। তারপর দ্বিতীয় দফায় ফের একবার হাওড়ার মন্দিরতলার আর এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। সব মিলিয়ে শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাই রোহিত পাণ্ডের সম্পত্তির পরিমাণ ঠেকেছে ২০৭ কোটির কাছাকাছি। 

১৬ অক্টোবর রবিবার হাওড়ার শিবপুরের একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে টাকা উদ্ধারের পরের দিন হাওড়ার মন্দিরতলা কইপুকুর এলাকার একটি আবাসনে তল্লাশি চালায় কলকাতার গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড টিমের অফিসার ও হাওড়ার শিবপুর থানার পুলিশ। এই আবাসন থেকে ৫ কোটি ৯৬ লাখ টাকা বিপুল পরিমাণ সোনার গয়না। এরপরই আবাসনের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারাও। অভিযোগ একাধিক লোককে ঋণ দেওয়ার নামে প্রতারণা সহ একাধিক অভিযোগ উঠে আসে শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাই রোহিত পাণ্ডের বিরুদ্ধে। 

রবিবার হাওড়ার শিবপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার তদন্তে নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তদন্তে সহায়তা করে শিবপুর থানার পুলিশও। 

পুলিশ সূত্রে খবর। বেশ কিছু দিন ধরেই মোটা অঙ্কের টাকার লেনদেন চলছিল একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঘটনা নজরে আসতেই তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। এরপরই ফ্রিজ করে দেওয়া হয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তদন্তে নাম উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তিরও। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। সূত্রের খবর, এর আগেও একাধিকবার  ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ নানা বিষয় নাম জড়িয়েছে অভিযুক্তের। 

আরও পড়ুন -

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা