সংক্ষিপ্ত
- লকডাউনের সুযোগে দিনে দুপুরে ডাকাতি হাওড়ায়
- আতঙ্কে এলাকাবাসী
- ফ্ল্যাটের বাসিন্দাদের বেঁধে রেখে লুট
- পরিবারের সদস্যদের মারধরও করা হয়
লকডাউনের সুযোগে দিনে দুপুরে ডাকাতি হাওড়ায়। আতঙ্কে এলাকাবাসী ।
ভরদুপুরে আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। আইনজীবী রবীন্দ্রনাথ দে ও পরিবারের লোকজনদের ফ্ল্যাটের মধ্যে বেঁধে রেখে মারধর করা হয়। সঙ্গে চলে ব্যাপক লুঠপাট। শুক্রবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বেলিলিয়াস রোডে।
স্থানীয় বাসিন্দারা জানান লকডাউন চলছে। তাই রাস্তায় লোকজন কম। সেই সুযোগ নিয়ে মাস্ক পরে চারজন সশস্ত্র দুস্কৃতী রবীন্দ্র বাবুর ফ্ল্যাটে ঢুকে পড়ে। তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করে লুঠপাট চালায় দুস্কৃতীরা। ঘরদোর আলমারি জিনিসপত্র লন্ডভন্ড করে দেয়। পরে চিৎকার চেঁচামেচি শুনে লোকজন এসে উদ্ধার করে আইনজীবী ও তার পরিবারের সদস্যদের।
খবর পেয়ে আসে হাওড়া থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। মহম্মদ আরিফ নামে এলাকার এক বাসিন্দা জানান বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়া এলাকায় এধরনের ঘটনা আগে ঘটেনি। তাই আতঙ্কে এলাকার মানুষ। রবীন্দ্রনাথ বাবুর চেনা পরিচিত লোকজন এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলে অনুমান। হাওড়া থানার পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তদন্ত শুরু করেছে